Game

7 months ago

English premiere league: ইংলিশ প্রিমিয়ার লিগ : অতিরিক্ত সময়ে ফুলহাম ম্যান ইউনাইটেড সমর্থকদের হৃদয় ভেঙ্গে দিল

English premiere league (File Picture)
English premiere league (File Picture)

 

ম্যানচেস্টার, ২৫ ফেব্রুয়ারি: ২০২৪ জানুয়ারির পর থেকে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে ফুল হামের কাছে হেরে সেই জয়ের রথ থেমে গেল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার অ্যালেক্স আইয়ুবি ইউনাইটেড সমর্থকদের হৃদয় ভেঙে দিল। ফুলহামকে ম্যাচের ৬৫ মিনিটে এগিয়ে দিয়েছিলেন আরও এক নাইজেরিয়ান ক্যালভিন ব্যাসে। ফুল হাম যখন জয় নিয়ে মাঠ ছাড়তে চাইছে ঠিক তখনই ইউনাইটেড সমতা আনে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মরসুমে নিজের প্রথম গোল করেন ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। ২১ বছর পর অর্থাৎ ২০০৩ সালের পর ইউনাইটেডের মাঠে প্রথম জয় পেল ফুলহাম। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ফুলহ্যাম। লিগে টানা ৪ ও সব মিলিয়ে টানা ৫ জয়ের পর হারল এরিক টেন হাগের দল।

You might also like!