Game

8 hours ago

Chelsea 2-0 Everton: ইংলিশ প্রিমিয়ার লিগ, জয়ের পথে ফিরে শীর্ষ চারে চেলসি

Chelsea 2-0 Everton;Premier League
Chelsea 2-0 Everton;Premier League

 

স্ট্যামফোর্ড, ১৪ ডিসেম্বর  : স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে এন্টসো মারেস্কার দল চেলসি। তাদের অন্য গোলটি করেন মালো গুস্তো। ম্যাচের ২১তম মিনিটে মালো গুস্তোর থ্রু বল ধরে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার পামার। আর ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার গুস্তো। প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকার পর জয় পেল চেলসি। ১৬ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, একটি ম্যাচ কম খেলেছে তারা।

You might also like!