Game

7 months ago

English League Cup :ইংলিশ লিগ কাপ : চেলসিকে হারিয়ে দশমবার চ্যাম্পিয়ন লিভারপুল

English League Cup
English League Cup

 

লন্ডন, ২৬ ফেব্রুয়ারি : লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৯০ হাজার দর্শকের সামনে রবিবার ফাইনালে চেলসিকে ১-০ হারিয়ে রেকর্ড দশমবার লিগ কাপে চ্যাম্পিয়ন হল লিভারপুল। এই ফাইনাল হতে যাচ্ছিল ২ বছর আগের ইংলিশ লিগ কাপের মত। যা কারাবাও কাপ নামে পরিচিত ছিল। সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল–চেলসি। সেবার নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় কোনও গোল না হওয়ায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। ২১ শটের সেই টাইব্রেকারে ১১–১০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।

এবারও কি তাই হবে ? এই প্রশ্নটাই জাগছিল মাঠে উপস্থিত নব্বুই হাজার দর্শকের মধ্যে। কারণ গতকাল যে দুই দলের আরেকটি লিগ কাপ ফাইনাল সে পথেই এগোচ্ছিল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও যে গোল হচ্ছিল না কিছুতেই। যখন লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামের দর্শকরা আরেকটি রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট দেখার অপেক্ষার জন্য তৈরি হচ্ছেন ঠিক তখনই সেই রোমাঞ্চে জল ঢেলে দিলেন ভার্জিল ফন ডাইক। চেলসি সমর্থকদের কাঁদিয়ে ম্যাচের ১১৮ মিনিটে অধিনায়ক ফন ডাইকের গোলেই লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে গেল। নিজের বিদায়ী মরসুমে ইয়ুর্গেন ক্লপ জিতে নিলেন তাঁর প্রথম শিরোপা। এই জয়ে প্রথম ক্লাব হিসেবে রেকর্ড ১০ বার লিগ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়ল অলরেডরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আগের ৮ বারের মুখোমুখি লড়াইয়ে ৭ টি ম্যাচই হয়েছিল ড্র। একমাত্র জয়টি আসে গত মাসে, প্রিমিয়ার লিগে ৪-১ গোলে জিতেছিল ‘অল রেড’রা।


You might also like!