Game

22 hours ago

2026 World Cup ticket prices reach ₹7.84 lakh: বিশ্বকাপ, উচ্চ দাম সত্বেও ২৪ ঘণ্টায় ৫০ লক্ষ টিকিটের আবেদন

2026 World Cup ticket prices reach ₹7.84 lakh
2026 World Cup ticket prices reach ₹7.84 lakh

 

জুরিক, ১৩ ডিসেম্বর : বিশ্বকাপ টিকিটের উচ্চ মূল্য নিয়ে সমর্থকদের ক্ষোভ থাকলেও এর মাঝেই ফিফা শুক্রবার জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপের প্রথম ২৪ ঘণ্টায় তারা ৫০ লক্ষ টিকিটের আবেদন পেয়েছে।
বিগত শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার পর ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের সমর্থকেরা আবেদন জমা দেন। গত সপ্তাহে টুর্নামেন্টের ড্র হওয়ার পর নির্দিষ্ট ম্যাচের টিকিটের জন্য আবেদন করার এটি ছিল সমর্থকদের প্রথম সুযোগ। বৃহস্পতিবার টিকিটের দাম প্রকাশের পর যে সমালোচনা শুরু হয়েছে, তার পরও মূল্য কাঠামো পুনর্বিবেচনার তেমন কোনও ইঙ্গিত ফিফা দিচ্ছে না। ফিফা জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় টিকিটের চাহিদায় শীর্ষে তিনটি স্বাগতিক দেশের সমর্থকরা। এরপর বেশি আগ্রহ দেখিয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামার সমর্থকরা।

You might also like!