Game

3 weeks ago

Mohun Bagan and East Bengal Supporters Protest:ডার্বি বাতিলেও রণক্ষেত্র বাইপাস, যুবভারতীর সামনে ধুন্ধুমার, তুমুল অশান্তি

Mohun Bagan and East Bengal Supporters Protest
Mohun Bagan and East Bengal Supporters Protest

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা জারি করা হয়েছে। আর গোটা বিষয়টিতে আরও বেশি করে অসন্তোষ প্রকাশ করেছে দুই ক্লাবেরই সমর্থকরা।

এই জমায়েতের আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ১৬৩ ধারা জারি করার কথা জানানো হয়েছে। হামলার আশঙ্কা কথা বলে পুলিশ দুটো অডিয়ো শেয়ার করে।প্রথম অডিয়োতে শোনা গিয়েছে, একজন বলছে, ‘যত ছেলে, যখন হতে অস্ত্র নেবে না! তখন দেখবে পুলিশ বাড়াবাড়ি যে করছে, সেটা ঠান্ডা হয়ে যাবে।’ পুলিশ লাঠি চালাতে অস্ত্র চালানোর বার্তা দেওয়া হয়েছে। দ্বিতীয় অডিয়োতে একজনকে বলতে শোনা যায়, ‘ওরা গ্যাস বোম ছুঁড়বে আর আমরা অ্যাসিড বোম ছুঁড়ব।'

পুলিশের দাবি, ম্যাচে হামলার ছক ছিল। তাই ম্যাচ বাতিল করতে হয়েছে। এরপর সমর্থকদের একাংশ মাঠের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিলে সেখানেও হামলার আশঙ্কা করা হয়। গোলমাল বাঁধানোর চেষ্টায় মোট ৭ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া কোনওরকম বিক্ষোভ, মিছিলে অংশ না নিতে। খবর রয়েছে, কিছু অসাধু ব্যক্তি ঝামেলা পাকাতে পারে। সমর্থকরা জমায়েত করলে ব্যবস্থা নিতে পারে পুলিশ।


You might also like!