Game

4 hours ago

Conmebol U20: কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, ব্রাজিলের হার, আর্জেন্টিনার ড্র

CONMEBOL U-20 Championship (Symbolic picture)
CONMEBOL U-20 Championship (Symbolic picture)

 

লুকো, ২ ফেব্রুয়ারি : গ্রুপ পর্বের শেষ ম্যাচটায় হেরে গেল ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ হল অমিমাংসিত। কলম্বিয়ার বিপক্ষে হেরেছে ব্রাজিল আর ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছে মেসির উত্তরসূরীরা। এর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মিস করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

রবিবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল স্টেজে পা রেখেছে কলম্বিয়া। আর ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনাল পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে এদিন তাদের সামনে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। হেরে যাওয়ায় সেটা আর হলো না। নেইসার ডেভিডের ৪৭ মিনিটের গোলেই কলম্বিয়া জয় পায়।

‘বি’ গ্রুপে আরেক ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ইকুয়েডরকে পেয়েও গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। অথচ ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২১টি শট নেয় আলবিসেলেস্তেরা। যার ৯টিই ছিল লক্ষ্য বরাবর। তা সত্ত্বেও তারা গোল পায়নি। গ্রুপ পর্বের ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কলম্বিয়া, ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল আর্জেন্টিনা ফাইনাল স্টেজে জায়গা করে নিয়েছে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে পরের পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। বাদ পড়েছে ইকুয়েডর ও বলিভিয়া। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল খেলবে ফাইনাল স্টেজে। ‘এ’ গ্রুপ থেকে সেরা তিনে থেকে পরের পর্বে জায়গা পেয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। ফাইনাল স্টেজে ৬টি দল একে অপরের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট-এ যে দল এগিয়ে থাকবে তারাই পাবে চ্যাম্পিয়নের স্বাদ। ফাইনাল স্টেজে ব্রাজিলের প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ৪ ফেব্রুয়ারি। একইদিন চিলির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা।


You might also like!