Game

6 months ago

Levakusen needs just 3 points to win the title: বুনডেসলিগা : প্রথমবারের মতো শিরোপা জিততে লেভাকুসেনের চাই আর মাত্র ৩ পয়েন্ট

Bundesliga: Levakusen need only 3 points to win the title for the first time
Bundesliga: Levakusen need only 3 points to win the title for the first time

 

বার্লিন, ৭ এপ্রিল: ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জিততে শাবি আলোন্সোর দলের চাই আর মাত্র ৩ পয়েন্ট। শনিবার রাতে জার্মানির এই শীর্ষ লিগে ইউনিউন বার্লিনের মাঠে ১-০ গোলে জয় পায় লেভারকুজেন। এই জয়ে লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেল লেভারকুজেন। আর বাকি ৬ রাউন্ডে আর একটি জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত করবে লেভারকুজেন। ২৮ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্র করে লেভারকুজেনের পয়েন্ট ৭৬। বুন্ডেসলিগায় এক মরসুমে টানা সর্বোচ্চ ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করল তাঁরা। ২০১৫-১৬ মরসুমে এই রেকর্ডটি করেছিল বায়ার্ন। এই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১টি ম্যাচ খেলে একটি ম্যাচও হারেনি লেভারকুজেন। ২০১১-১২ মরসুমে ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছিল য়ুভেন্তুসের। আর একটি ম্যাচ বুন্ডেসলিগায় জিতলেই এক মরসুমে টানা সর্বাধিক ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড যেমন করবে তেমনি উঁচিয়ে ধরবে প্রথমবারের মতো বুন্ডেসলিগার ট্রফি।


You might also like!