Game

2 months ago

Copa America : টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা

champion Argentina (symbolic picture)
champion Argentina (symbolic picture)

 

নিউইয়র্ক, ১৫ জুলাই : আর্জেন্টনার জার্সিতে এই ম্যাচটাই ছিল ডি মারিয়ার শেষ ম্যাচ। আরেক কিংবদন্তী লিওনেল মেসিরও ছিল এটা শেষ ম্যাচ। আর আবেগের ফাইনালটা রঙিন করে তুললেন লাউতারো মার্টিনেজ। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে তার গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে ১ ঘন্টা ২০ মিনিট খেলা বন্ধ ছিল। এরপর মাঠে গড়ায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ।

আক্রমণ এবং প্রতি আক্রমণে গোলশূন্য সমতায় শেষ দুই অর্ধই শেষ হয়। ম্যাচের সাথে সবচেয়ে বড় অঘটনটি ঘটে প্রথমার্ধের ৩৫ মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের চোট পাওয়া। বাকি সময় ঠিক মত খেলতে না পারায় ৬৬ মিনিটে তাকে উঠে যেতে হল মাঠ থেকে। এরপরে দেখা যায়, বেঞ্চে বসে কাঁদছেন অঝোরে।

ম্যাচ যায় নির্ধারিত সময়ে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটও শেষ হয় গোলশূন্য সমতায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও আক্রমণ করেছে দুই দল। তবে কাঙ্খিত গোল পাচ্ছিলেন না কোনও দল। অবশেষে সেই কাঙ্খিত গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। ১১২ মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন লাউতারো। আর এই গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। সেইসঙ্গে কোপার ইতিহাসে এককভাবে সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।

You might also like!