Game

2 months ago

Tanya Zeng : ৫৮ বছর বয়সে অলিম্পিকে নাম লিখিয়ে অনন্য নজির গড়েছেন চিলির এক মহিলা অ্যাথলিট

Tanya Zeng (symbolic picture)
Tanya Zeng (symbolic picture)

 

প্যারিস, ৩০ জুলাই : ৫৮ বছর বয়সে অলিম্পিকে নাম লিখিয়ে এক অনন্য নজির গড়েছেন চিলির তানিয়া জেং নামের এক মহিলা টেবিল টেনিস খেলোয়াড়। তানিয়া অনেক আগেই খেলোয়াড় জীবনের ইতি ঘটিয়ে মন দিয়েছিলেন সংসারে। কোচিংয়ের পাশাপাশি করতেন ব্যবসাও। তানিয়ার কোভিডের সময় ইচ্ছে জেগেছিলো আবার খেলোয়াড় জীবন শুরু করার। যা ভাবনা তাই কাজ। শেষমেশ বয়সটা হার মানল, পূরণ হলো স্বপ্ন, এই অ্যাথলিটের!

৫৮ বছর বয়সে প্রথম তিনিই অলিম্পিক খেললেন! তবে প্যারিসে কোনও চমক দেখাতে পারেননি। মারিয়ানা সাহাকিয়ানের কাছে পাঁচ সেটের সবকটি হেরে বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। তানিয়া বলেন, ‘কখনও ভাবিনি এই বয়সে অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করতে পারব। স্বপ্নপূরণ হওয়ার আনন্দ বলে বোঝাতে পারব না। নিজেরই বিশ্বাস হচ্ছে না।

You might also like!