Festival and celebrations

10 months ago

Chaat Puja 2023 : ছটপুজো উপলক্ষ্যে যমুনায় বিষাক্ত ফেনা পরিষ্কারের কাজ শুরু, অতিশীর তোপ যোগী সরকারকে

Chaat Puja 2023 (Symbolic Picture)
Chaat Puja 2023 (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : ছটপুজো উপলক্ষ্যে দিল্লিতে যমুনা নদী থেকে বিষাক্ত ফেনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির মন্ত্রী অতিশী নিজেই সরেজমিনে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন, পাশপাশি অতিশী তোপ দেগেছেন যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে। অতিশী বলেছেন, বিষাক্ত ফেনা দূর করতে ফুড-গ্রেড রাসায়নিক ও এনজাইম ছিটানো হচ্ছে। গত রাতে ১০টি নৌকায় ছিটানোর কাজ শুরু হয়েছে। আগামী দু''দিনের মধ্যে, বিষাক্ত ফেনা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে...কিন্তু আমি উত্তর প্রদেশ সরকারকে বলব তাঁরা যেন দূষিত জল দিল্লিতে না পাঠান।

অতিশী আরও বলেছেন, "ছট দিল্লির মানুষের জন্য গুরুত্বপূর্ণ উৎসব। উত্তর প্রদেশ এবং বিহারের বিপুল সংখ্যক পূর্বাঞ্চলীয় মানুষ দিল্লিতে বাস করেন, তাঁরা যাতে দিল্লিকে নিজেদের বাড়ি মনে করেন তা নিশ্চিত করার জন্য, ২০১৫ সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল সরকার দিল্লিতে ছটের জন্য দুর্দান্ত ব্যবস্থা করেছে। এবারও ব্যবস্থাপনায় খামতি থাকছে না।"

You might also like!