দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বসিরহাট মহকুমার রায়মঙ্গল নদীর তীরে বাদাবন রক্ষা করার বার্তা নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠলেন সুন্দরবন এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষ।বসন্ত উৎসবে রংয়ের ছোঁয়ায় একে অপরকে রাঙিয়ে দেওয়া নয়, একইভাবে গাছেদের সঙ্গে রঙের আনন্দ ভাগ করে নিলেন তারা। গাছেদের গায়ে রঙের ছোঁয়ায় রাঙিয়ে তুললেন। বসন্ত উৎসবে পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব একইভাবে যেমন বসন্ত উৎসবে মাতেন ঠিক সেভাবে গাছেদের যেন নিজেদের সঙ্গী মনে করে মেতে উঠলেন একত্রে। এমনই এক অনন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর হাটগাছা অগ্নিবিনা কলা শিক্ষক দেবপ্রসাদ মাইতির সঙ্গমের উদ্যোগে। প্রায় ২বছর ধরে চলছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে এই বসন্ত উৎসব। তবে এই প্রথম নিত্য কালচার একাডেমির মধ্য থেকে প্রত্যন্ত সুন্দরবনের খুদে বাচ্চাদের নিয়ে এই বসন্ত উৎসবে তাঁরা মেতে উঠলেন।সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা কে সি হাই স্কুলের মাঠে প্রায় দুই কিলোমিটার র্যালী করে নৃত্য ও আবিরের রঙিন সমন্বয়ে পালিত হলো আনন্দের বসন্ত উৎসব।