Festival and celebrations

10 months ago

Krishnanagar Jagadhatri Puja : সাঙে প্রতিমা নিরঞ্জন! বিশেষ আকর্ষণ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী নিরঞ্জনে

Jagaddhatri immersion at Krishnanagar (File Picture)
Jagaddhatri immersion at Krishnanagar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চন্দননগরের পাশাপাশি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কথা আট থেকে আশি সকলেই জানেন। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ কিন্তু এর বিসর্জনের শোভাযাত্রায়। যার অন্যতম আকর্ষণ হল সাং। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রার বিশেষত্ব হল বাঁশ দিয়ে তৈরি মাচা, যার পোশাকি নাম সাং। এ বছরও এই শোভাযাত্রাকে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রা দেখতে এবারেও পথের দু'ধারেই হাজার হাজার দর্শনার্থীরা দূর-দূরান্ত থেকে এসে ভিড় করেন। বছরের এই একটিবার বেয়ারাদের কাঁধে করে প্রতিমা নিয়ে যাওয়ার শোভাযাত্রা দর্শন করার জন্য। রাস্তার দু'ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অসংখ্য উৎসাহিত জনতা। মায়ের নিরঞ্জন দেখার জন্য হাজির হন ভক্তরা। তবে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আরও কড়া পুলিশি নিরাপত্তায় প্রয়োজন ছিল বলে দাবি করেছেন অনেকে।

You might also like!