Festival and celebrations

2 months ago

Sharad Purnima: রাঁচিতে শ্রী শ্যাম মন্দিরে শারদ পূর্ণিমা উৎসব পালিত হবে বুধবার

Sharad Purnima
Sharad Purnima

 

রাঁচি, ১৫ অক্টোবর : শারদ পূর্ণিমার বিশেষ তিথি উপলক্ষ্যে বুধবার ঝাড়খণ্ডের রাঁচির হারমু রোডের শ্রী শ্যাম মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। শ্রী শ্যাম মিত্র মণ্ডলের কর্মকর্তা বিশ্বনাথ নরসারিয়া মঙ্গলবার জানান, খাটুধামের শ্রী শ্যাম মন্দিরের ঐতিহ্য অনুযায়ী হারমু রোডের শ্রী শ্যাম মন্দিরে শারদীয় পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে। এদিনের মূল অনুষ্ঠান শুরু হবে রাত ৯টায়। ভজন-সংকীর্তনও হবে বলে জানানো হয়েছে।

You might also like!