Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja Special Snacks: পুজোর সন্ধ্যা জমে উঠুক মন ভালো করা খাবারে!

Paneer Achari Tikka (File Picture)
Paneer Achari Tikka (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর বিকেলে প্যান্ডেল হপিং, পাড়ায় আড্ডা, প্রেম ও বন্ধুত্ব এসবতো থাকবেই। কিন্তু পুজোর সন্ধ্যায় নিয়ম মাফিক ভোজনকে বাদ দিলে কি চলে? তাও যদি আবার সেটা হয় স্ন্যাকস তাহলে তো কোনো কথাই নেই। তাই পুজোর সন্ধ্যাগুলোতে আপনার প্লেটে থাকুক বাহারি কিছু স্ন্যাক্সের আইটেম। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। 

১)পনির আচারি টিক্কা

উপকরণ

পনির ৩০০ গ্রাম

আদা বাটা ১ ছোট চামচ

সরষে বাটা ১/২ ছোট চামচ

মেথি গুঁড়ো ১/৪ ছোট চামচ

মৌরি গুঁড়ো ১/৪ ছোট চামচ

লঙ্কা গুঁড়ো (শুখালাল) ১ ছোট চামচ

কালো জিরে গুঁড়ো ১/৪ ছোট চামচ

লেবুর রস ১ ছোট চামচ

আম তেল ২ বড় চামচ

নুন প্রয়োজন মতো

প্রণালী

পনির চৌকো টুকরো কেটে (বড় আকারে) টুথপিকের সাহায্যে গায়ে ছোট ছোট ফুটো করে নিতে হবে যাতে মশলা ভেতর অবধি ঢোকে৷ পনিরের গায়ে লেবুর রস, আদা বাটা, লঙ্কা গুঁড়ো ও নুন মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে৷ এরপর বাকি মশলাগুলির মিশ্রণ মাখিয়ে আরও ১ ঘণ্টা রাখতে হবে৷ এরপর তাওয়ায় বা তন্দুরে সেঁকে নিলেই তৈরি আচারি টিক্কা৷ 

২) অ্যারাবিয়ান মটন কাবাব

উপকরণ

বোন লেস মটনকিমা ৭০০ গ্রাম

মিহি করে কাটা পিঁয়াজ ১ কাপ

শুকনো লঙ্কা গুঁড়ো ২ ছোট চামচ

আদা বাটা ১ বড় চামচ

রসুন বাটা ১ বড় চামচ

ধনেপাতা মিহি কুচি ১/২ কাপ

পার্সলে মিহি কুচি ১/২ কাপ

গরম মশলা গুঁড়ো ১ ছোট চামচ

পরিমাণমতো নুন ও তেল

চাটমশলা ১ ছোট চামচ

প্রণালী

তেল ছাড়া সব উপকরণগুলি একসঙ্গে মেখে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে কাবাবের আকারে গড়ে চাটুতে অল্প তেল মাখিয়ে মাঝারি আঁচে সেঁকে নিতে হবে বেশ লাল করে৷ স্যালাড ও চাটনির সঙ্গে পরিবেশন করতে হবে।

৩) মোচার ক্রকেটস্

উপকরণ

সেদ্ধ মোচা ১ কাপ

সেদ্ধ আলু ২ টো

ভাজা মশলা (জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা) ২ বড় চামচ

আমআদা বাটা ১ ছোট চামচ

বিটনুন প্রয়োজন মতো

গ্রেটেড চিজ ১/২ কাপ

কর্নফ্লাওয়ার ২ বড় চামচ

বিস্কুটের গুঁড়ো ১ কাপ

ভাজার জন্য তেল

প্রণালী

সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে৷ সেদ্ধ আলু, জল ঝরানো সেদ্ধ মোচা, বিটনুন, ভাজা মশলা, আমআদা বাটা একসঙ্গে ভাল করে মেখে মণ্ড তৈরি করতে হবে৷ ওই মণ্ড ছোট ছোট গুলি ভাগ করে প্রতিটি গুলির ভিতর চিজ পুরে চারিদিক থেকে আটকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।

You might also like!