Festival and celebrations

2 months ago

Kali Puja 2024:নেদারল্যান্ডে এবার কালীপুজো! কোন থিম দেখা যাবে জানেন?

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  এবার নেদারল্যান্ডে দুর্গাপুজো হয়েছে ১৩টি। ওখানে মাত্র হাজার খানিক বাঙালির বাস। তারাই ২০১৮ সাল থেকে শুরু করেছিল দুর্গাপুজো। বেড়ে এ বছর তার সংখ্যা দাঁড়িয়েছিল ১৩টিতে। কিন্তু হতো না কোনো কালীপুজো। এবার সেই দুঃখ ভুলতে চলেছে নেদারল্যান্ডবাসী। সেই অভাব পূর্ণ করতেই ‘উচ্ছ্বাস’-এর জন্ম। উচ্ছ্বাসের উদ্যোগে এবারই প্রথম মা কালীর আরাধনা হতে চলেছে সুদূর নেদারল্যান্ডসে। উচ্ছ্বাস’ বলেন, সে বালির মেয়ে। মাঝে মাঝেই যেতেন দক্ষিনেশ্বরে। কিন্তু স্বামী কর্মসূত্রে নেদারল্যান্ডে। তাই বাংলার কালীপুজো খুব মিস করেন তিনি। 

তার মনেই ছিল কালীপুজো করার একটা সুপ্ত বাসনা। আর ইতিমধ্যে যোগাযোগ হয়ে যায় নীলাঞ্জন ও লিপিকা ভট্টাচার্যের সঙ্গে। এই দম্পতি বাড়িতে কালীপুজো করতেন। তিনি বলেন, "ঠিক করেছিলাম, আমিও বাড়িতেই কালীপুজো করব। কিন্তু আরও তিনটি পরিবার আমার উদ্যোগে শামিল হয়। তাঁরাও আমার সঙ্গে থাকতে চায়। এভাবেই জন্ম উচ্ছাসের। ইউরোপে জার্মানি ছাড়া কোথাও কালী পুজো হয় বলে শুনিনি। অতএব, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গে আমাদের পুজোই প্রথম কালীপুজো। যার পৌরোহিত্যে থাকবেন ভট্টাচার্য দম্পতি নীলাঞ্জন ও লিপিকা।"

You might also like!