Festival and celebrations

1 year ago

Puri Jagannath temple : প্রয়োজনীয় ভেষজের অভাবে বন্ধ রয়েছে জগন্নাথ দেবের উপাচার

Jagannath Ji (Collected)
Jagannath Ji (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুরীর মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা সকলেই কম বেশী অবহিত। প্রতিটি তিথিকে কেন্দ্র করে শ্রী মন্দিরে বিশেষবিশেষ দেব সেবা বা ধররীয় আচারন সম্পাদন করা হয়ে থাকে। আবার স্রই শ্রী মন্দিরের প্রাচীন ঐতিহ্যবাহী "বানকা লাগি" সেবাতে ছেদ পড়ল। সূত্রের খবর, প্রয়োজনীয় ভেষজগুলির অভাবে  মন্দির কর্তৃপক্ষ দেবতাদের পবিত্র মুখের আচার ঐতিহ্যবাহী "বানকা লাগি" স্থগিত করতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, "বানকা লাগি" নামে পরিচিত এই আচারটি মন্দিরের দৈনন্দিন রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার ঐশ্বরিক মূর্তিগুলি নির্দিষ্ট ভেষজের মিশ্রণ ব্যবহার করা হয়ে থাকে, যার ব্যবহারে তাদের শ্রীবৃদ্ধি হয় বলে মনে করা হয়। এই ধর্মীয় আচার মন্দিরের সেবায়ত  দ্বারা অত্যন্ত ভক্তি ও নির্ভুলতার সাথে সম্পাদিত হয়ে থাকে। 

মন্দির কর্তৃপক্ষে থাকে জানা গিয়েছে, এই পবিত্র ভেষজগুলির অপ্রতুলতার কারনে এই মন্দিরের এই গুরুত্বপূর্ণ আচার বিধি বন্ধ রাখতে হয়েছে। জানা গিয়েছে বিভিন্ন অঞ্চল থেকে প্রয়োজনীয় ভেষজ  উপাদানগুলি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। 

মন্দির প্রশাসন জনসাধারণকে তাদের ভক্তিতে অবিচল থাকার আবেদন জানিয়েছেন, তারা ভক্তদের আশ্বস্ত করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ভেষজ সংগ্রহের জন্য সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে।শুধু তাই নয় প্রয়োজনীয় ভেষজ সংগ্রহ করার হেতু সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছ থেকে সহায়তার অনুরোধ করেছে।

কতৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছেন এই সমস্যার সমাধানের, সেইকারনে ভক্তরা আশাবাদী যে শীঘ্রই ঐশ্বরিক মুখের আচারটি পুনরায় শুরু হবে, পূজনীয় জগন্নাথ মন্দিরে ঐশ্বরিক করুণা এবং পবিত্রতা ফিরিয়ে আনবে।


You might also like!