Festival and celebrations

1 year ago

Gajan Utsav celebrated in bengal : গাজন উৎসবে মেতে উঠেছে গ্রাম বাংলা, বাঁধভাঙা উৎসাহ সাধারণ মানুষের মধ্যে

Gajan Utshav
Gajan Utshav

 

উত্তর দিনাজপুর, ১২ এপ্রিল  : চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলায় গাজন উৎসব শুরু হয়েছে। শিব, পার্বতী, কালী হয়ে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে সং শিল্পীদের। বাঁধভাঙা উৎসাহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। প্রখর রোদকে উপেক্ষা করে সং শিল্পীরা রাস্তায় নেমে মানুষকে আনন্দ প্রদান করেছেন। শুধুমাত্র উত্তর দিনাজপুর নয়, শিব-পার্বতীকে ঘিরে আবর্তিত গাজন উৎসবের আমেজ ধরা পড়েছে গ্রামে-গঞ্জে ও ৷

মালদহ জেলায় উপার্জনের আশায় সং সেজে বাড়ি বাড়ি ঘুরছেন অনেকে৷ গাজনের সন্ন্যাসী হতে দেখা যাচ্ছে কিশোরদেরও৷ বাঙালির বারো মাসের তেরো পার্বণে গাজন বিশেষ জায়গা করে রয়েছে। আগামী শুক্রবার রাজ্যে পালিত হবে চড়ক। বলা হয়, গাজন শিব-পার্বতীর বিয়ের উৎসব। গাজন উৎসবে রং মেখে সং সেজে গ্রামগঞ্জে ঘোরার রীতি অনেক পুরানো। এর নেপথ্যে অবশ্য রয়েছে পৌরাণিক কাহিনী। শুধু সং সাজা নয়, গাজনে  নাচেরও রয়েছে প্রচলন।


You might also like!