Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : কলকাতার দুর্গাপুজোয় এবার ডাচ এফেক্ট! জানুন সেই তথ্য

Maa Durga (Symbolic Picture)
Maa Durga (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ এবছর কলকাতার দুর্গাপুজোয় ছোঁয়া লাগবে বিদেশের! ভাবছেন কীভাবে তা সম্ভব? যদিও এ উৎসব ক্রমেই রাজ্য দেশের গন্ডি পেরিয়ে হয়ে উঠেছে সর্বজনীন। প্রতি বছরই কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা পাড়ি জমায় সাতসমুদ্র পাড়ে। এবছরও তার অন্যথা হবে না। উল্লেখ্য গত বছরই বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইউনেস্কোর ইনট্যানিজবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে বাংলার দুর্গাপুজো। বিদেশীরাও এবার মেতে উঠছেন দুর্গতিনাশিনীর আবাহনে। এবছর কলকাতার দুর্গাপুজোয় বিদেশির ছোঁয়া পেতে চলেছে।

কলকাতার দুর্গাপুজোয় এবার বিদেশের শিল্পীরা কাজ করবেন। সূদুর নেদারল্যান্ডস থেকে দুই ডাচ শিল্পীর ছোঁয়ায় সেজে উঠবে শহরের নামজাদা পুজোর মণ্ডপ। বেঞ্জামিন এবং মার্টিয়ানার হাতের ছোঁয়ায় সেজে উঠতে চলেছে বেহালার অন্যত্তম পুজো নূতন দল। কলকাতার শিল্পীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন দুই ডাচ শিল্পী।

মূলত, তাঁরা দুজনই ভিজ্যুয়াল আর্টস নিয়ে কাজ করেন। বিভিন্ন রকম ভিজ্যুয়াল আর্টস নিয়ে কাজ করার পাশাপাশি পুজোর থিমে কীভাবে সেই শিল্পকর্মকে জুড়ে দেওয়া যায় তা নিয়ে কাজ করছেন তাঁরা।

উল্লেখ্য, বেহালা নূতন দলের পুজোর এবারের প্রতিমাশিল্পীর সঙ্গে যোগাযোগ করেন দুই ডাচ শিল্পী। প্রথমে তাঁরা পুজোর কাজ দেখে শিখবেন জানান। তার পর এখন ভিজ্যুয়াল আর্টসের বিষয় নিয়ে কাজ করছেন তাঁরা। দুই শিল্পী থাকবেন পুজো শেষে কার্নিভাল পর্যন্ত। এই উদ্যোগ কে সাধুবাদ দিয়ে বলতেই হবে দেশ কাল ভাষা ধর্মের গন্ডি পেড়িয়ে মা সত্যিই সর্বজনীন হয়ে উঠবেন বেঞ্জামিন এবং মার্টিয়ানার হাত ধরে। এবার এটাই দেখার কলকাতা ও নেদারল্যান্ডসের মেলবন্ধন কতটা মন কাড়তে পারে শহরবাসীর।  

You might also like!