Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023 : দেশপ্রিয় পার্কের সেই 'সব থেকে বড় দুর্গা' এখন কোথায়, জানেন কী?

Biswer Sob Theke Boro Durga (File Picture)
Biswer Sob Theke Boro Durga (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চারিদিকে পুজো নিয়ে সাজোসাজো রব, প্রতি বছরের মত এ বছর ও পুজো নিয়ে বাংলার মানুষের উন্মাদনা উদ্দীপনা কম নয়। এখন প্রায় সমস্ত পুজোতেই থিমের রঙ লেগেছে, থিমের কথা উঠলে মনে পড়ে দক্ষিন কলকাতার একটি পুজোর কথা। সালটা ২০১৫ , পুজোর বাজার তখনো শুরু হয়নি তার আগেই গড়িয়াহাটের মোড় থেকে ইএম বাইপাস, টালি থেকে টালা ছেয়ে গেল 'এত বড় সত্যি'তে। পরে সামনে এল এই 'বড় সত্যি' আসলে দেশপ্রিয় পার্কের পুজোর থিম, সেই বছর সত্যিই দেশপ্রিয় পার্কে ছিল সবচেয়ে বড় চমক। বিশ্বের সব থেকে বড় দুর্গা। ৮৮ ফিটের দুর্গা দেখতে রীতিমতো হুড়োহড়ি পড়ে গিয়েছিল। ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কায় সে বছরদেশপ্রিয় পার্কের পুজো শুরুর আগেই বেজে যায় বিদায়ের বাদ্যি। পুজোর শহরে এক  বিতর্কিত পুজো হিসাবে থেকে যায় দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো। 

দেশপ্রিয় পার্কের সেই বিতর্কিত দুর্গা প্রতিমা গড়েছিলেন মিন্টু পাল। bangla.aajtak.in-কে মিন্টু পাল জানান যে ওই প্রতিমা গড়তে ৬ মাস সময় লেগেছিল। ২২ জন কারিগর ও মিন্টু পাল নিজে দাঁড়িয়ে সেই মূর্তি গড়ে তুলেছিলেন। ফাইবার গ্লাসের মূর্তি ছিল। কিন্তু হঠাৎ যে এই বিতর্ক হবে তা নিজেও বুঝতে পারেননি মৃৎশিল্পী। 

শিল্পী মিন্টু পাল বলেন, সেই দুর্গা তো কেউই দেখতেই পেল না। এমনকী এই পুজো ও দুর্গা প্রতিমা নিয়ে বিতর্ক এমন হয় যে তা সংরক্ষণও করা হয়নি। খুব আক্ষেপের স্বরেই তিনি জানান যে রাজ্য সরকার প্রথমে পরিকল্পনা করেছিল যে এই দীর্ঘ প্রতিমাকে ইকো পার্কে রাখবে। কিন্তু সেই পরিকল্পনা আজও বাস্তবিত হয়নি।  

দেশপ্রিয় পার্কের ঠাকুরটি এখন রয়েছে এই পুজোতে যারা স্পনসর ছিল অর্থাৎ স্টার সিমেন্ট, তাদের কাছেই রয়েছে এই দুর্গা প্রতিমা। তাঁর কথায়, যদিও এটা জনসমক্ষে রাখা উচিত ছিল, মানুষের দেখার কথা ছিল এই মূর্তিটি। শিল্পী জানান, তিনি ও তাঁর কারিগরেরা এই মূর্তিটি পার্ট পার্ট করে খুলে স্টার সিমেন্টের ডানকুনির গোডাউনে রেখে আসেন।  মিন্টু পাল খুবই আক্ষেপের সুরে জানান যে তাঁকে বলা হয়েছিল সংরক্ষণ করার মতো পরিস্থিতি তৈরি হলে তাঁকে জানানো হবে। 

শহর কলকাতা তারপর বহু পুজোর আমেজ গায়ে মেখেছে কিন্তু মিন্টু পালের সেই সৃষ্টির স্থান পায়নি কোথাও। শিল্পী হতাশার সঙ্গে জানান জানান যে এভাবে বাংলার সৃষ্টিকে ধ্বংস করা হচ্ছে।  

You might also like!