Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Festival and celebrations

5 days ago

Diwali 2025: সংসারে আসবে অমঙ্গল! দীপাবলির আগে পুরোনো ঝাঁটা ফেলে দিলে ধন-সম্পদ নিয়ে বিদায় নেবেন দেবী লক্ষ্মী

Guidelines for Buying and Using Brooms This Diwali
Guidelines for Buying and Using Brooms This Diwali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্ধকারকে দূর করে আলো ও শুভ শক্তির আহ্বান জানানোর উৎসব দীপাবলি হিন্দুধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ। কার্তিক অমাবস্যার এই শুভ তিথিতেই পালিত হয় কালীপূজা এবং দীপান্বিতা লক্ষ্মীপূজা। আগামী ২০ অক্টোবর পালিত হবে এই বছরের দীপাবলি।দীপাবলির আগে ঘর পরিষ্কার করার রীতি আছে। পাঁচ দিন ধরে চলা দীপাবলির উৎসবের প্রথম দিন পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। কার্তিক কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়। ধনতেরসে কেনাকাটা করা অত্যন্ত শুভ। সোনা-রুপোর পাশাপাশি অনেকেই এ দিন ঝাঁটা কিনে থাকেন।

শাস্ত্র অনুসারে ধনতেরসে ঝাঁটা কেনা শুভ লক্ষণ। ঝাঁটা আমাদের ঘর পরিষ্কার রাখে। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। নোংরা আবর্জনার পাশাপাশি ঝাঁটা ঘর থেকে নেগেটিভ এনার্জিও দূর করে। তাই ধনতেরসে ঝাঁটা কিনলে লক্ষ্মী প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। ধনতেরসে ঝাঁটা কিনলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সম্পদ অক্ষয় হয় বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভাঙা ঝাঁটা রাখা কখনোই উচিত নয়। ভাঙা ঝাঁটা নেগেটিভ এনার্জির প্রকোপ বাড়ায়। যখনই দেখবেন ঝাঁটা নষ্ট হতে শুরু হয়েছে, তখনই সেটি বাতিল করুন।

ভাঙা ঝাঁটা ব্যবহার করা উচিত নয় বলে যে কোনও ঝাঁটা বাতিল করা যাবে না বা ফেলে দেওয়া যাবে না। পুরোনো ঝাঁটা ফেলার জন্য উপযুক্ত দিন হলো যে কোনও শনিবার, অমাবস্যা, হোলিকা দহনের পরের দিন এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পরের দিন। এই সব দিনে পুরোনো ঝাঁটা ফেললে নেগেটিভ এনার্জির দূর হয় এবং পজ়িটিভ এনার্জি প্রবাহিত হয়। ধনতেরসে ঝাঁটা কিনলেও দীপাবলির আগে পুরোনো ঝাঁটা ফেলবেন না।ধনতেরসের দিন দুপুর বেলা থেকে সূর্যাস্ত হওয়ার আগে ঝাঁটা কিনে নিন। সন্ধের পর ঝাঁটা কেনা অশুভ বলে মনে করা হয়।

পুরোনো ঝাঁটা পুড়িয়ে ফেলবেন না। এই কাজ করলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। নোংরা জায়গায় ঝাঁটা ফেলে দেবেন না। কাগজে মুড়িয়ে তারপর ঝাঁটা ফেলুন।

You might also like!