Festival and celebrations

10 months ago

Kali Puja 2023: কালীপুজোর ভিড় সামলাতে শহরে নামছে প্রায় পাঁচ হাজার পুলিশ

Strict surveillance of Kolkata Police.
Strict surveillance of Kolkata Police.

 

কলকাতা, ১০ নভেম্বর  : রবিবার কালীপুজো। যদিও ইতিমধ্যেই শহরের একাধিক জায়গায় কালী মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে। তবে এখনও সেভাবে মণ্ডপে দর্শকের ভিড় হয়নি। রবিবার থেকে শহরে ভিড় বাড়বে। বিশেষ করে ফাটাকেষ্টর মত বড় কালী মণ্ডপে ভিড় থাকবে।

শুক্রবার লালবাজার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর ভিড় সামলাতে শহরে নামছে প্রায় পাঁচ হাজার পুলিশ। ডিসি পদমর্যাদার আধিকারিক থাকছেন ২১ জন। এসি থাকছেন ৩৫ জন। বিসর্জনের দিন থাকছে ৬ হাজার পুলিশ।

কালীপুজো ও দীপবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত বছরও রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু ১০টার পরও বিভিন্ন জায়গা বাজি ফাটানো হয়েছিল।

বাজি ফাটানো নিয়ে অনেক সময় এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। বিশেষ করে বহুতলগুলিতে বাজি ফাটানো নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। আলোর উৎসব যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন‌্য আবাসন কর্তৃপক্ষদের সঙ্গে মিটিং করছে স্থানীয় থানার ওসিরা। উৎসব যাতে কারও বিড়ম্বনা না হয় তা নিয়ে আবাসিকদের সচেতন করছে পুলিশ।


You might also like!