Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023 : অভিনব কায়দায় দুর্গা প্রতিমা তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী

Retired policeman Vishnu Chandra Saha made the idol of Devi (Symbolic Picture)
Retired policeman Vishnu Chandra Saha made the idol of Devi (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছরই তাকলাগানো শিল্পকলায় দুর্গা প্রতিমা তৈরিতে অভিনবত্ব রাখেন মালদার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বিষ্ণু চন্দ্র সাহা। এবারও সেই ধারাই বজায় রাখলেন তিনি। এবার জল দূষণ রোধ এবং মাটি রক্ষার বার্তা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছেন তিনি। 

বিষ্ণু চন্দ্র সাহা এবার ভুট্টার খোসা, খড়, ধানের তুষ, গমের ভুসি দিয়ে তৈরি করছেন দুর্গা প্রতিমা। ভারতীয় শিল্পের সঙ্গে পাশ্চাত্য শিল্পের মেলবন্ধন তুলে ধরতে চাইছেন তিনি। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। তার আগে একা হাতেই তিনি মায়ের রুপ দান করে চলেছেন। 

মালদা শহরের কৃষ্ণ কালীতলা এলাকার বাসিন্দা বিষ্ণুচন্দ্র সাহা রাজ্য পুলিশের হোমগার্ড পদে চাকরি করতেন। ৩ বছর আগে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। চাকরিতে নিযুক্ত থাকাকালীনও সময় বের করে প্রতিমা তৈরি করতেন তিনি। অবসর গ্রহণের পর হাতে ঢের সময়,তাই গত তিন বছর ধরে নজরকাড়া দেবীমূর্তি বানিয়ে অনন্য নজির গড়েছেন তিনি। 

এবছর বিষ্ণুচন্দ্র সাহার হাতে তৈরি দেবী দুর্গা মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার একটি বিগ বাজেটের পুজো মণ্ডপে দেখা যাবে।উল্লেখ্য, মাটির বদলে খড়, ধানের তুষ, গমের ভুসি এই তিন উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে মূর্তির কাঠামো। তার উপরে মাটির বদলে ভুট্টার খোসার প্রলেপ দেওয়া হচ্ছে। আঠা দিয়ে সেই কাঠামোর ওপর ভুট্টার খোসা লাগিয়ে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা। প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে ভুট্টার দানা ও ভুট্টার মঞ্জুরি।গত ৬ মাস ধরে এই প্রতিমা তৈরির কাজ করছেন বিষ্ণু বাবু । এখনও পর্যন্ত প্রায় ৭০০ পিস ভুট্টা লেগেছে। মোট ৩০ কেজি ভুট্টা কেনা হয়েছে দেবী মূর্তির জন্য। এছাড়াও ভুট্টার গাছ ও ব্যবহার করা হচ্ছে প্রতিমা তৈরির কাজে। 

You might also like!