দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তারকাদের ঘর থেকে ঝামেলা ঝাঁটি, এই সবের মিশেল চমক দেখা যায় বিগ বসের শোতে। আর এবার এই শোতে অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈনের ঝামেলার কথা প্রকাশ্যে এল। এবারের বিগ বস ১৭ এর প্রতিযোগী তাঁরা। আর তাঁদের মধ্যে নিত্যদিন ঝামেলা লেগেই থাকে। এবার তাঁরা সোজাসুজি একে অন্যকে ডিভোর্স দেওয়ার কথা বললেন!
সম্প্রতি বিগ বসের তরফে প্রতিযোগীদের একটি নমিনেশন টাস্ক দেওয়া হয়েছিল। আর সেটাকে কেন্দ্র করেই নতুন ঝামেলা শুরু হয়। ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে জানানো হয়েছে সম্প্রতি বিগ বসের একটি পর্বে ভিকি জৈন বিয়ের পর পুরুষদের কী কী ঝামেলা অশান্তি পোহাতে হয় সেই বিষয়ে কথা বলেছেন। আর তারপরই তাঁকে ডিভোর্সের হুমকি দেন অভিনেত্রী।
আয়েশা খান এবং ভিকি জৈন এদিন বিবাহিত জীবন নিয়ে কথা বলেন। তিনি মজা করেই বলেন যে বিবাহিত পুরুষরা কখনই বলতে পারেন না যে তাঁরা ঠিক কতটা অশান্তি পোহান। এরপর আয়েশা বলেন যে তিনি কখনই নিয়ে করবেন না, তবে তাঁর বাবার জন্যই তিনি বিয়ে করতে চেয়েছিলেন বলেও জানান।