Entertainment

1 year ago

Shruti Haasan: আট বছর ধরে মদ থেকে দুরে এই অভিনেত্রী! উঠে এল অজানা তথ্য

Shruti Haasan (File Picture)
Shruti Haasan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি আসতে চলেছে প্যান ইন্ডিয়া অ্যাকশন ছবি। যে কারণে বর্তমান খবরের শিরোনামে রয়েছেন শ্রুতি হাসান। এই ছবির পরিচালনায় রয়েছেন শেনীল দেব। গত শনিবারই ছবির নির্মাতারা ছবিটি থেকে শ্রুতির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ওই একই সময় একটি সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এল শ্রুতি সম্পর্কে চমকে যাওয়া তথ্য়। 

অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি মদ্যপান করেন না। প্রায় আট বছর হল মদ্যপান ত্যাগ করেছেন। এ নিয়ে তাঁর কোনও অনুশোচনাও নেই। অভিনেত্রীর কথায়, ‘আমি আট বছর ধরে অ্যালকোহল পান করছি না, ত্যাগ করেছি সেবন করা। কিন্তু যখন আপনি মদ্যপান করেন না, তখন পার্টিতে লোকেদের সহ্য করা কঠিন হয়ে যায়। আমার কোন আফসোস নেই, হ্যাংওভারও হচ্ছে না। আমি শান্ত থাকার পথ নিজে বেছে নিয়েছি। এটি একটি পর্যায় হতে পারে, অথবা আপনি আপনার বাকি জীবনের জন্য এই পথ বেছে নেওয়াটা পছন্দ করতে পারেন’। 

শ্রুতি আরও জানান, ‘আমি কখনও মাদক সেবন করিনি, কিন্তু মদ খাওয়ার অভ্যাস গড়ে উড়েছিল। আমি সবসময় আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে এবং সুরাপান করতে চেয়েছিলাম। একটা সময় পর বুঝতে পারি আমি অতিরিক্ত মদ্যপান শুরু করেছি। আমি নিজেকে এমন লোকদের থেকে দূরে সরিয়ে রেখেছিলাম যারা ক্রমাগত পার্টি করতে আমাকে উৎসাহ দিয়েছিল এবং মদ্যপান বদ অভ্যাসে পরিণত হয়েছিল’।

You might also like!