Entertainment

9 months ago

Tom Wilkinson: প্রয়াত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন

Tom Wilkinson (File picture)
Tom Wilkinson (File picture)

 

ওয়াশিংটন, ৩১ ডিসেম্বর : শনিবার ৭৫ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন। টমের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। টম উইলকিনসন দুবার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি 'দ্য ফুল মন্টি', 'মাইকেল ক্লেটন' এবং 'দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল'-এ তার দুর্দান্ত ভূমিকা ও অভিনয়ের জন্য পরিচিত।

তার পরিবারের বক্তব্যের ভিত্তিতে দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, উইলকিনসন শনিবার বাড়িতেই মারা যান। শেষ মুহূর্তে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দ্য ফুল মন্টি-তে উইলকিনসনের সহ-অভিনেতা, রবার্ট কার্লাইল, শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, 'এরকম একজন মহান অভিনেতা, একজন সত্যিকারের টাইটান অভিনেতা শুধুমাত্র তার নিজের নয়, যেকোনো প্রজন্মের।'

অভিনেতা অ্যানিউরিন বার্নার্ড তার এক্স হ্যান্ডেলে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। বার্নার্ড উইলকিনসনের সাথে ২০১৮ সালে ডেড ইন আ উইক (অর ইওর মানি ব্যাক) চলচ্চিত্রে সহ-অভিনয় করেছিলেন। তিনি লিখেছেন, 'আমাদের এক আশ্চর্যজনক কিংবদন্তীকে আমরা বিদায় জানাই। আপাতত বিদায় টম এক্স।' গায়ক উইল ইয়াং ইনস্টাগ্রামে লিখেছেন, "বিদায় বন্ধু। তোমাকে স্যালুট, প্রিয় টম।'

উইলকিনসন পারিবারিক নাটক 'ইন দ্য বেডরুম'-এ অভিনয়ের জন্য ২০০১ সালে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন। ২০০৭ সালে, তিনি জর্জ ক্লুনি অভিনীত 'মাইকেল ক্লেটন' চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পান।

টমকে প্রায়ই আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছিল। 'দ্য কেনেডিস'-এ প্রাক্তন রাষ্ট্রপতি জন এফ কেনেডির বাবার চরিত্রে অভিনয় করার জন্য তিনি এমি পুরস্কারের জন্য মনোনীত হন। জন অ্যাডামস-এ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান।

লিডসে জন্মগ্রহণকারী টম উইলকিনসন রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট-এ প্রশিক্ষণ নিয়েছেন। তিনি জেফরি আর্চারের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে ডায়ানা হার্ডক্যাসলের পাশাপাশি ১৯৮৬ সালের মিনি-সিরিজ ফার্স্ট অ্যামং ইক্যুয়ালসে তার প্রথম বড় পর্দার ভূমিকা পেয়েছিলেন। টম এবং ডায়ানা ১৯৮৮ সালে বিয়ে করেছিলেন। তার দুই মেয়ে আছে।


You might also like!