দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের তৃতীয় সিনেমা নিয়ে পর্দায় হাজির শাহরুখ। ডাঙ্কি নিয়ে ২০ জানুয়ারি রাত থেকেই শাহরুখ অনুরাগীদের উত্তেজনা ছিল দেখার মত। ভোর থেকেই প্রেক্ষাগৃহের বাইরে লম্বা ভিড়। সিনেমা নিয়ে রিভিউ দিতে শুরু করেছেন শারুখ ভক্তরা। এসআরকে ফ্যান ট্রেন্ডস পেজের পক্ষ থেকে একটি ভিডিয়ো ছাড়া হল সোশ্যালে। দেখা গেল ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য পড়ে গিয়েছে লম্বা লাইন। তখনও ঠিক করে সূর্যের আলোও আসেনি আকাশে। কিন্তু জনতার ভিড় দেখে কে বুঝবে তা!
@_zalzala_ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্সে শেয়ার করা হল, শাহরুখের কাট আউটের সামনে উদযাপনের ছবি। ক্যাপশনে লেখা, ‘সকাল ৫.১৫। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডাঙ্কি উদযাপনের থেকে। একই ছবি ছিল পাঠান আর জওয়ানের সময়তেও। আর ডাঙ্কির রিভিউ নিয়ে বলব, শাহরুখ আর রাজকুমার হিরানির কেরিয়ারের সেরা ছবি এটা।’
আরেক ভক্ত হলে বসে স্ক্রিন থেকে শাহরুখের ছবি তুলে শেয়ার করে লিখলেন, ‘অন্য তারকারা কোনও উৎসবে ছবি মুক্তি দেন। আর শাহরুখ যেদিন ছবি মুক্তি রাখেন, সেটাই উৎসব। তা সে কাজের দিন, বৃহস্পতিবার হোক না কেন!’
ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন ‘মনু’ তাপসী পান্নু। এই ছবিতে প্রথম জুটি বাঁধলেন শাহরুখ আর তাপসী। এছাড়াও এই সিনেমায় দেখা মিলল বোমন ইরানি আর ভিকি কৌশলের। আশা রাখা যাচ্ছে, বলিউড পেতে চলছে তার আরও একটা ব্লকবাস্টার।