Entertainment

1 year ago

Bipasha Basu : বিপাশার মেয়ের মুখ দেখেই কদর্য আক্রমণ! কী বলছে সবাই?

Bipasha Basu with her Doughter (Collected)
Bipasha Basu with her Doughter (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৫ শে ডিসেম্বর বড়দিনের সেরা পাওনা ছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার ফার্স্ট লুক। ঠিক সেই দিনেই মেয়ের মুখ দেখালেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিপাশার একরত্তি মেয়েকে দেখে যখন নেটিজেনদের মন ভাল হওয়ার কথা ঠিক তখনই অতটুকু বাচ্চার উপর নেমে এল কদর্য আক্রমণ। নেপথ্যে তাঁর গায়ের রঙ।

অনেকেই বলে দিলেন, সে নাকি বিপাশার সন্তানই না। কেন? দেবীর গায়ের রঙ ফর্সা। বিপাশার শ্যামবর্ণা– সে কারণে দেবীকে তাঁর মেয়ে বলতে নারাজ অনেকেই। শুধু কি তাই? বিপাশার গায়ের রঙ নিয়ে কথা বলতেও ছাড়লেন না কেউ কেউ। যদিও সমালোচকদের বিরুদ্ধে গিয়ে বিপাশার ভক্তরা মনে করিয়ে দিয়েছেন দেবীর বাবা করণ সিং গ্রোভারের উজ্জ্বল রঙের কথা। একই সঙ্গে তাঁরা প্রশ্ন তুলেছেন,”ওই টুকু বাচ্চার রঙ নিয়েও এ হেন নোংরামি”?

কেরিয়ারে বহুবার বিপাশাকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। ‘কালি বিল্লি’ বলে ডেকেছিলেন করিনা কাপুর। এ রকম উদাহরণ রয়েছে আরও। যদিও দিন যত এগিয়েছে বিপাশার গায়ের রঙই তাঁকে এনে দিয়েছে স্বতন্ত্রতা। সবার থেকে করে দিয়েছে এক্কেবারে আলাদা।

You might also like!