Entertainment

7 months ago

Rakul-Jackie:রাকুল-জ্যাকি, প্রণয় থেকে শুভ পরিণয়

Rakulpreet Singh and Jackie Bhagani
Rakulpreet Singh and Jackie Bhagani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিটাউনের আবার এক তারকা জুটি প্রণয় থেকে শুভ পরিণয়ের পথে হাঁটলেন। বুধবার সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের নির্মাতা ও অভিনেতা জ্যাকি ভগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাঞ্জাবি আর সিন্ধি—দুই রীতি মেনে তাঁরা বিয়ে করলেন।

দক্ষিণ গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে জ্যাকি ও রাকুলের রাজকীয় বিয়ের আসর বসেছিল। বুধবার সাতসকাল থেকেই তাঁদের বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। রাকুলের চূড়া অনুষ্ঠান সকালেই সম্পন্ন হয়েছিল। রাকুল আর জ্যাকি তাঁদের দুজনের পরিবারের ঐতিহ্যর কথা মাথায় রেখে শিখ ও সিন্ধি রীতি অনুযায়ী গাঁটছড়া বেঁধেছেন বলে খবর।

রাকুল শিখ আর তাই প্রথমে ‘আনন্দ কারজ’; অর্থাৎ শিখ রীতি মেনে তাঁদের বিয়ে হয়েছিল। এরপর জ্যাকির পরিবারের ঐতিহ্য মেনে সিন্ধি রীতি অনুযায়ী এই যুগল চিরবন্ধনে আবদ্ধ হন। 

শোনা গিয়েছিল, তাঁদের বিয়েতে ভারতীয় ছাড়া বিদেশি ক্যুইজিনের বাহার ছিল। এই তারকা দম্পতি অত্যন্ত স্বাস্থ্যসচেতন। আর তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁদের বিয়ের মেন্যুতে চিনি এবং গ্লুটেন বর্জিত বাহারি পদের আয়োজন ছিল।

জ্যাকি আর রাকুলের বিয়ের অনুষ্ঠানে শামিল হতে মুম্বাই থেকে একঝাঁক বলিউড তারকা উড়ে গিয়েছিলেন। তাঁদের বিয়েতে শামিল হয়েছিলেন শহীদ কাপুর-মীরা রাজপুত, বরুণ ধাওয়ান-নাতাশা, শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা, অর্জুন কাপুর, ভূমি পেড়নেকরসহ আরও অনেকে।

রাকুল আর জ্যাকির বিয়ের সংগীত অনুষ্ঠানে শিল্পা শেঠি আর রাজ কুন্দ্রা একসঙ্গে পাঞ্জাবি গানের তালে নেচেছেন। তাঁদের নাচ ছিল এই রাতের অন্যতম সেরা আকর্ষণ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংগীত আসরটির সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ভূমি পেড়নেকর ও রীতেশ দেশমুখের ওপর।

রাকুলকে চমক দেওয়ার জন্য জ্যাকি এক বিশেষ গানের ব্যবস্থা করেছিলেন। ‘বিন তেরে’ শীর্ষক এই গানের মাধ্যমে জ্যাকি আর রাকুলের প্রেমকাহিনি তুলে ধরা হয়েছিল। ময়ূর পুরির লেখা এবং তনিস্ক বাগচির সুর দেওয়া এই প্রেমের গানজুড়ে ছিল রাকুলের প্রতি জ্যাকির ভালোবাসা আর আবেগ। তাই ‘বিন তেরে’ গানটি ছিল এই রাতের মুখ্য আকর্ষণ। বিয়ের পর সিং এবং ভগনানি পরিবারের পক্ষ থেকে এক জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার বিটাউনের এই নবদম্পতি মুম্বাইয়ের উদ্দেশে পাড়ি জমাবেন।


You might also like!