দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইয়ালিনীর জন্মের কিছু মাস পর তাঁর মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন তাঁর নবজাতকের। আর এবার এক বছরে পা রাখতেই ছোট্ট ইয়ালিনীর মিষ্টি ছবি পোস্ট করলেন তাঁর বাবা রাজ চক্রবর্তী।
তারকা দম্পতির একমাত্র মেয়ে ইয়ালিনীর এক বছরের জন্মদিন উপলক্ষে ইনস্ট্রাগ্ৰামে অনুরাগীদের উদ্দেশ্য শেয়ার করলেন একাধিক আদরঘন মুহূর্তের ছবি।
তারকা দম্পতি তাঁদের ছেলে ইউভানের জন্মের পর পরই সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছিলেন তবে এক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে।
টলিউড খ্যাত রাজ-শ্রুভশ্রী দুজনেই ইয়ালিনীর এমন কিছু না দেখা ছবি প্রকাশ্যে এনেছেন যা অনুরাগী মহলে বেশ সাড়া ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।