Entertainment

6 months ago

Rachana Banerjee : মুখ্যমন্ত্রীর জন্যই রাজনীতিতে আসা, বলছেন রচনা, তবে, মা-এর নতুন জার্নিতে খুশি নয় ছেলে

Rachana Banerjee
Rachana Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রচনা বন্দ্যোপাধ্যায় । অভিনেত্রী, সঞ্চালিকার পাশাপাশি, তিনি এখন থেকে রাজনীতিবিদ । তৃণমূলের টিকিটে হুগলি থেকে লড়াই করবেন 'দিদি নং ওয়ান' । কিন্তু, রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না তাঁর কাছে । রচনা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একমাস ধরে আলোচনা হয়েছিল । খুব কনফিউসড ছিলেন । তবে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য়ই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন । কিন্তু, মায়ের এই সিদ্ধান্তে কি খুশি প্রণীল ?

রচনা কী বলছেন ?

অন্য সময়-কে দেওযা সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন, তাঁর ছেলে এই সিদ্ধান্তে মোটেও খুশি নয় । প্রণীলের প্রশ্ন, মা কি তাকে ছেড়ে চলে যাবে ? রচনা ছেলেকে জানিয়েছেন, তাঁকে হুগলিতে গিয়ে থাকতে হবে । কিন্তু, সবসময় মা-কে পাশে পাবে প্রণীল ।

রাজনীতিতে আসার প্রসঙ্গে রচনা বলেন, 'আমি দিদিকে অনেক হয়রান করেছি, একবার হ্যাঁ বলেছি, একবার না বলেছি। কনফিউসড ছিলাম, কারণ আমার ছেলে টুয়েলভে পড়ছে। ওকে সময় দিতে পারব কিনা সেটা ভয় ছিল, তবে দিদির কথায় জাদু আছে।' রচনা মনে করেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোটাও তাঁর কর্তব্য । ভোটে জিতলে মহিলাদের পাশে দাঁড়াতে চান রচনা ।

উল্লেখ্য, একসময় মিস ক্যালকাটাও হয়েছিলেন রচনা । কিন্তু, তখন তিনি ছিলেন ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় (Jhumjhum Banerjee) । তাঁর রচনা নামটি দেওয়া প্রয়াত অভিনেতা সুখেন দাসের । দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে রচনা। গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে তিনি ‘দিদি নং ওয়ানের’ সঞ্চালনা করে চলেছেন। এখন দেখার অভিনেত্রী থেকে কতটা ‘নেত্রী’ হয়ে উঠতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়।


You might also like!