Entertainment

1 year ago

Megha Dawn : দীর্ঘদিন পর ধারাবাহিকে কামব্যাক পিলুর, কিন্তু পার্শ্বচরিত্রে মেঘাকে দেখতে নারাজ দর্শকরা

Megha Dawn
Megha Dawn

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রায় একবছরের বিরতির ফের ধারাবাহিকে কামব্যাক করেছে পিলু ওরফে মেঘা দাঁ । তবে, প্রধান চরিত্রে নয়, পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে । স্টার জলসায় শুরু হয়েছে ধারাবাহিক কথা । সেখানেই মাণ্ডবী চরিত্রে অভিনয় করছেন । সম্ভবত, নেগেটিভ রোলেই দেখা যাবে তাঁকে । কিন্তু, পিলুকে পার্শ্বচরিত্রে দেখতে চাইছেন না দর্শকরা । এভাবে অভিনেত্রীর কামব্যাক মেনে নিতে পারছেন না তাঁরা । সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন ।

কেউ লিখছেন, মেঘা প্রধান চরিত্রে অভিনয় করার যোগ্য। অনেকেই প্রশ্ন করছেন, “কেন পার্শ্বচরিত্রে অভিনয় করছেন না আপনি?” আবার কেউ লিখেছেন, কথার চরিত্রে সুস্মিতার বদলে মেঘার অভিনয় করা উচিৎ ছিল । যদিও, এই বিষয়ে মেঘার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

উল্লেখ্য, ‘পিলু’ সিরিয়ালের মাধ্যমে প্রথম বার অভিনয়ে হাতেখড়ি হয় মেঘা দাঁ-এর । ধারবাহিক বন্ধ হওয়ার প্রায় একবছরের বেশি সময় পরেও তাঁকে কোনও প্রজেক্টে দেখা যায়নি । অবশেষে, স্টার জলসায় তাঁর কামব্যাক হয়েছে । নতুন ধারাবাহিকে একেবারে নতুন মোড়কে দেখা গেল মেঘাকে । কথা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সাহেব ও সুস্মিতা ।

You might also like!