Entertainment

6 months ago

Oscar 2024: অস্কারের মঞ্চে জয়জয়কার 'ওপেনহাইমার'-এর, সেরা ছবি থেকে সেরা পরিচালক, ঝুলিতে এসেছে ৭টি পুরষ্কার

Christopher Nolan
Christopher Nolan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগোল্ডেন গ্লোবস, বাফটার পর এবার অস্কারের মঞ্চেও জয়জয়কার 'ওপেনহাইমার'-এর । সেরা পরিচালক, সেরা অভিনেতা-সহ একাধিক বিভাগে পুরষ্কার জিতে নিল ক্রিস্টোফার নোলানের এই ছবি । লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৬ তম অস্কারে ‘ওপেনহেইমার’ মোট ১৩ টি মনোনয়ন পেয়েছিল । তার মধ্যে ৭ টি বিভাগে পুরষ্কার জিতেছে সিনেমাটি ।

কোন কোন বিভাগে পুরষ্কার জিতেছে ওপেনহাইমার ?

সেরা ছবির পুরষ্কার ওপেনহাইমার

সেরা অভিনেতা - সিলিয়ান মারফি

সেরা পরিচালক - ক্রিস্টোফার নোলান

সেরা পার্শ্ব অভিনেতা - রবার্ট ডাউনি জুনিয়র

সেরা অরিজিনাল স্কোর ও সেরা ফিল্ম এডিটিং বিভাগেও পুরষ্কার জিতেছে ওপেনহাইমার ।

অস্কারে আর কোন কোন বিভাগে এসেছে পুরষ্কার

সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ডা'ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

সেরা কস্টিউম, সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিংয়ের জন্য পুরষ্কার জিতে নিয়েছে পুয়োর থিংস । এবার অস্কারে ভারতের ঝুলিতে কোনও পুরষ্কার আসেনি । ভারতীয় পরিচালক নিশা পাহুজার তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’ ডকুমেন্টরি ফিচার ফিল্ম বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে, ওই বিভাগে পুরষ্কার জিতে নেয় '২০ ডেইজ ইন মারিউপোল'।


You might also like!