
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের পথে হাঁটতে হাঁটতে প্রায় দু’বছর ছুঁতে চলেছে সৌরভ দাস ও দর্শনা বণিকের দাম্পত্য জীবন। সময় যত এগোচ্ছে, ততই যেন তাঁদের ভালোবাসা আরও পরিণত ও দৃঢ় হয়ে উঠছে। বাস্তব জীবন হোক কিংবা সোশাল মিডিয়া—এই তারকা দম্পতির দিকে তাকালেই স্পষ্ট, টলিপাড়ায় তাঁদের পরিচিতি এখন ‘লাভি ডাভি ডুয়ো’ হিসেবেই।
২০২৩ সালের ১৫ ডিসেম্বর কলকাতার এক অভিজাত ভেন্যুতে চারহাত এক হয়েছিল সৌরভ ও দর্শনার। সেই বিশেষ দিনের স্মৃতি এখনও তাঁদের জীবনে টাটকা। এবার সেই বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী দরজায় কড়া নাড়ছে। আর সেই উপলক্ষেই শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে উড়ে গেলেন তাঁরা। এবছর বিবাহবার্ষিকী কাটছে ইন্দোনেশিয়ার মনোরম পরিবেশে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ধরা পড়েছে তাঁদের ভালোবাসার মুহূর্ত। সমুদ্রসৈকতে তোলা একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই তারকা দম্পতি। ক্যাপশনে তাঁদের জীবনদর্শনের কথা লিখেছেন—‘ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট’। অর্থাৎ কাজের মধ্যেই জীবন, তার ফাঁকে ভ্রমণ আর ভবিষ্যতের জন্য সঞ্চয়—এই চার ধাপেই যেন এগিয়ে চলে তাঁদের জীবনচক্র।

কলকাতায় থাকাকালীন কাজ নিয়ে দু’জনেই ভীষণ ব্যস্ত। শুটিং, মিটিং আর নানা পেশাগত দায়িত্বে দিন কেটে যায়। তবে সুযোগ পেলেই নিজেদের জন্য সময় বার করে নিতে ভোলেন না সৌরভ ও দর্শনা। মাঝেমধ্যেই শহর ছেড়ে বেরিয়ে পড়েন একটু একান্তে সময় কাটানোর জন্য। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও তার ব্যতিক্রম হল না। পরিবারের অনুষ্ঠান বা বড় আয়োজন নয়, বরং নিজেদের মতো করে সময় কাটাতেই বিদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সমুদ্র, রোদ আর নিরিবিলি মুহূর্তে ভালোবাসাকে আরও একবার উদ্যাপন করছেন সৌরভ-দর্শনা।
