Entertainment

1 year ago

Anushka Sharma : অনুষ্কার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নতুন জল্পনা! তবে কী সত্যিই দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি?

Anushka Sharma - Virat Kohli
Anushka Sharma - Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ চলাকালীন একাধিকবার অনুষ্কা শর্মার প্রগনেন্সি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা উঠেছে। এই  পরিস্থিতিতেই সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন অনুষ্কা। 

ব্যাপারটা কী ভাবছেন? স্পষ্ট করে বলি শুনুন ,প্রেগনেন্সি টেস্ট কিটের একটি বিজ্ঞাপন শেয়ার করেছেন অভিনেত্রী। আর তার বিজ্ঞাপনে লিখেছেন, “যখন সুখবর দেওয়ার পালা আসে লক্ষ লক্ষ মহিলারা ভারতের এই নম্বর ১ প্রেগনেন্সি ডিটেনশন কিটের উপর ভরসা রাখেন। এতে স্ত্রীরোগ বিশেষজ্ঞদেরও ভরসা রয়েছে। পাঁচ মিনিটেই পেয়ে যান ৯৯% শতাংশ নির্ভুল খবর, তাও আবার যেকোনও সময়, যেকোনও জায়গায়।”

এমনিতেই সিনেমার পর্দা থেকে বহুদিন ধরে দূরে রয়েছেন অনুষ্কা। তাঁকে দেখা যায় না কোনও ফিল্মি পার্টিতেও। অনেকেই মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই হয়তো নিজেকে লুকিয়ে রেখেছেন অনুষ্কা। তবে সমাজ মাধ্যমে অনুষ্কার ফের মা হওয়ার খবর ছড়িয়ে পড়লেও, এই বিষয়ে কিন্তু একেবারে মুখে কুলুপ এঁটেছেন বিরাট-অনুষ্কা।

শোনা গিয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার পর দ্বিতীয় সন্তানের আসার খবর দেবেন বিরুষ্কা। কিন্তু তার প্রায় এক মাস অতিবাহিত। এখনও এমন কোনও ঘটনা ঘটেনি। তবে অনুষ্কার স্ফিতোদর নিয়ে একাধিকবার রটনা রটেছে। সেই রটনা কবে ঘটনায় পরিণত হয়, সেটাই দেখার।

You might also like!