দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিচালক রাজ চক্রবর্তীর নতুন প্রজেক্টে কাজ করতে চলেছে মিঠুন দা, যা নিয়ে ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। ব্যাপারটা টলিপাড়ায় রটে গেলেও, এ ব্যাপারে কিন্তু চুপ রয়েছেন পরিচালক রাজ।
টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির চিত্রনাট্য নাকি ইতিমধ্যেই লেখা শেষ। মিঠুনেরও নাকি চিত্রনাট্য পড়ে ভালো লেগেছে। তবে পুরো বিষয়টি রয়েছে এখনও প্রাথমিক অবস্থায়। শোনা যাচ্ছে, টলিউডের সবচেয়ে বিগ বাজেটের ছবি হতে চলেছে রাজের এই ছবিটি।
দেবের সঙ্গে জুটি বেঁধে মিঠুনের ‘প্রজাপতি’ সুপারহিট। বড়দিনে আসছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’।ছবি ঘোষণার পর থেকেই, মিঠুনের কাবুলিওয়ালা রূপ নিয়ে চর্চা ছিল গোটা টলিপাড়ায়।শোনা যাচ্ছে, সোহমের প্রযোজনায় তৈরি ছবিতেও নাকি দেখা যাবে ‘মহাগুরু’কে।