Entertainment

1 year ago

Indian Idol 14: মেনুকা-পীযূষের গানে মন্ত্রমুগ্ধ শ্রেয়া!

Indian Idol (File Picture)
Indian Idol (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ ডিসেম্বর মহম্মদ রফির জন্মদিনের বিশেষ পর্ব দেখা যাবে ইন্ডিয়ান আইডলের মঞ্চে। সেদিন এই জাতীয় গানের মঞ্চে গায়ককে শ্রদ্ধা জানানো হবে। সেখানে দেখা শোনা যাবে মেনুকা এবং পীযূষের গান। তাঁদের গান শুনে মুগ্ধ হবে শ্রেয়া। 

মেনুকা দৃষ্টিহীন হওয়া সত্বেও তাঁর গান দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইতিমধ্যেই। তাঁর গান শুনে কেঁদেছেন শ্রেয়া ঘোষাল। এদিন আরও একবার তিনি মুগ্ধ করলেন সকলকে।

মেনুকা আর পীযূষের গান শুনে তারিফ করে ওঠেন শ্রেয়া। তিনি তাঁদের প্রশংসা করে বলেন 'আমাদের ভবিষৎ দারুণ উজ্জ্বল। আমাদের সামনেই মহম্মদ রফিজি আর লতাজি দাঁড়িয়ে আছেন।' কেবল শ্রেয়া একা নন, বাকি দুই বিচারকও তাঁদের তারিফ করেন। বাদ যান না এদিনের বিশেষ অতিথি জাভেদ আলি।

You might also like!