Entertainment

9 months ago

Twelfth Fail Movie:‘টুয়েলভথ ফেল’ মনোজের মতো বিক্রান্তের জীবনেও সংগ্রাম আছে, দিন কেটেছে অর্থকষ্টে

Twelfth Fail Movie
Twelfth Fail Movie

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রামের গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে প্রাণ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের অভিনেতা বিক্রান্ত ম্যাসি; মনোজের মতো বিক্রান্তও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন; সিনেমায় প্রতিষ্ঠা পেতে কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে।

প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, দিনের পর দিন অর্থকষ্টে ভুগেছেন তিনি। সেই দুঃসময়ে অনেকে তাঁর নম্বর ব্লক করে দিয়েছিলেন। তবে পরিবারকে পাশে পেয়েছেন। বিক্রান্ত বলেন, ‘একসময় লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতে জীবন কেটেছে। বাড়ির অবস্থা দেখে ইন্ডাস্ট্রির অনেক বন্ধু আমাকে দূরে সরিয়েছিল। এমনকি আমার আর্থিক দুর্দশা দেখে অনেকেই আমার ফোন নম্বর ব্লক করে দিয়েছিল। তবে আমি আমার পরিবারকে সব সময় পাশে পেয়েছি। কিছু ভালো বন্ধু আছে, যাদের আমার সফলতা বা ব্যর্থতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে আমি নিজের প্রতি কখনো আস্থা হারাইনি।’

আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বিধু বিনোদ চোপড়া। সিনেমাটি গত ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। মূলত ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর ভারতের বাইরের দর্শকের নজরে এসেছে ছবিটি।

‘টুয়েলভথ ফেল’, ‘ছপাক’সহ ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমায় সাধারণ মানুষের চরিত্রে পাওয়া গেছে বিক্রান্তকে। তিনি জানালেন, এই ধরনের চরিত্রের সন্ধানে থাকেন তিনি। ভেবেচিন্তে এ রকমই এক চরিত্র বেছে নেব। তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে চাই। আজও বাড়ির রেশন আমি আনতে যাই। আমি আমার জীবনকে সাদামাটা রাখতে চাই।’

বিক্রান্ত আরও বলেন, ‘সফলতা, খ্যাতি—এসব নিয়ে আমার জীবন নয়। সারা জীবন অভিনয় করার কোনো পরিকল্পনা নেই আমার। তবে পরিচালনা করতে চাই। সারা দুনিয়া ঘুরে বেড়াতে চাই।’

সিনেমায় মনোজের স্ত্রী আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা জোশি চরিত্রে অভিনয় করেছেন মেধা শংকর; ছায়ার মতো মনোজের পাশে ছিলেন শ্রদ্ধা। মেধা শংকর ছাড়াও গৌরী ভাইয়া চরিত্রে অংশুমান পুশকর, ডিএসপি দুশান্ত চরিত্রে প্রিয়াংশু চ্যাটার্জিসহ পার্শ্বশিল্পীদের অভিনয়ও ছিল চোখে পড়ার মতো।

You might also like!