দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৫৮-তে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। মঙ্গলবার ভোররাত থেকেই সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। তবে কিং খান একেবারে ' খামোশ' !
বলিউড করণ-অর্জুন সব সময়ই হিট। একে-অপরের ছবিতে স্পেশাল এন্ট্রি নেওয়া থেকে সিনেমার হয়ে সুর চড়ানো… পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন শাহরুখ-সলমন।বিপদে-আপদেও পাশে থেকেছেন। সম্বোধনও করেন ভাই বলে। তবে কী ফের সম্পর্কে চিড় ধরেছে তাদের?
এই ঘটনা চোখ এড়াই নি খান অনুরাগীদের, যেমন দেখা তেমন কাজ! এক অনুরাগীর তরফে কটাক্ষ উড়ে আসতেই সপাটে জবাব এল শাহরুখ খানের তরফেও।
বুধবার এক্স হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলেন শাহরুখ খান। সেখানেই এক অনুরাগী সরাসরি কিং খানের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন- “শাহরুখ স্যর আজ তো বড়েভাই সলমন খানের জন্মদিন…।” একথা নজরে পড়তেই বলিউড বাদশার উত্তর, “আমি জানি এবং আমি সলমনকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না, কারণ সলমনের সঙ্গে আমার সম্পর্কটা তো ব্যক্তিগত, তাই না। আর হ্যাঁ, ভাইজানের এই ছবিটা কিন্তু দারুণ।”