Entertainment

3 hours ago

Ankita Lokhande-Vicky Jain: অঙ্কিতা-ভিকি-র সুখী বিবাহবার্ষিকী, চার বছরের প্রেমের উদযাপন

Ankita Lokhande-Vicky Jain
Ankita Lokhande-Vicky Jain

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন চার বছর আগে গাঁটছড়া বাঁধেন। দীর্ঘ সময়ের উত্থান-পতন ও নানা জটিলতা পেরিয়ে আজ তাঁদের সুখী দাম্পত্যের চার বছর পূর্ণ হল। টেলিভিশনের ‘বিগ বস’ শো থেকে শুরু করে বহুবার গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন অঙ্কিতা ও ভিকি। সম্পর্কের নানা ওঠাপড়া সত্ত্বেও তাঁরা একে অপরকে শক্তি জুগিয়ে, বন্ধুত্ব ও ভালোবাসাকে পাথেয় করে সম্মুখে এগিয়ে গেছেন। এ বার সেই বিশেষ দিনে তাঁদের আনন্দের ঝলক সোশ্যাল মিডিয়ায় দেখা গেল। 

অঙ্কিতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁরা পেল্লাই মাপের কেক কেটে, নাচে-গানে আনন্দ উদযাপন করছেন। ভিডিওর ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন, ‘আমাদের একসঙ্গে চার বছর। একসঙ্গে বেড়ে ওঠার, ওঠাপড়ার, ভালোবাসার। আমরা একে অপরকে সবসময় শক্তি জুগিয়েছি। পাশে থেকেছি।’ তিনি আরও লিখেছেন,‘আমরা একসঙ্গে বন্ধুত্ব এবং ভালোবাসাকে উদযাপন করেছি। ধৈর্য, ভালোবাসাকে পাথেয় করে আমরা এগিয়ে গিয়েছি। এবং আমাদের একসঙ্গে পথ চলার চার বছর বলতে আমরা এটাই বুঝি। আরও অনেকটা পথ দু’জনকে একসঙ্গে চলতে হবে।’ এই পোস্টে শুধুমাত্র তাদের ভালোবাসা নয়, বরং অনুরাগীদের উচ্ছ্বাসও প্রতিফলিত হয়েছে। বহু ভক্ত কমেন্টে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন, লিখেছেন, “আগামীর পথ চলা আরও সুন্দর ও সফল হোক।”



You might also like!