দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে তৈরি হয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত 'ছাবা'। ছবিতে সম্ভাজির ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী হয়েছেন রশ্মিকা মান্দানা। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকির ছবি 'ছাবা'। মারাঠা যোদ্ধা সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত এই ছবি মুক্তির জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ‘ছাবা’ সিনেমার গল্প মূলত শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বক্স অফিসে কাঁপিয়ে দিয়েছে। ভিকি কৌশল ও রশ্মিকা মান্দান্না অভিনীত ছবি 'ছাবা' পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। এই ছবিতে ভিকি কৌশলের জোরালো অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। ছবিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করা অক্ষয় খান্নাও একইভাবে ছাপ ফেলেছে।
স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ষষ্ঠ দিনে সিনেমাটি ঘরোয়া বক্স অফিসে ৩২ কোটি টাকা সংগ্রহ করেছে।এমন পরিস্থিতিতে এই ঐতিহাসিক সিনেমার মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৯৭.৭৫ কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, ‘ছাবা’ ২০২৫ সালের প্রথম সিনেমা হবে, যা ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির অঙ্ক অতিক্রম করবে। বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২৫০ কোটি টাকা আয় করেছে ছবিটি। বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘ছাবা’ সিনেমা ৫০০ কোটি রুপি (নিট) আয়ের মাইলকফলক সৃষ্টি করতে পারে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে বড় সাফল্য হবে।