Entertainment

1 year ago

Karina kapoor Khan : এক মাসে তৈমুরের ন্যানি কত রোজগার করেন জানেন?

Taimur and Jahangir with Kareena Kapoor  (File Picture)
Taimur and Jahangir with Kareena Kapoor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তৈমুর ও জাহাঙ্গীর, সইফ আলি খান ও মা করিনা কাপুরের দুই ছেলে। তাই ছোট থেকেই পরিচারিকা অর্থাৎ ন্যানির কাছেই মানুষ হচ্ছেন তারা।ছেলেদের দেখতে ন্যানিকে কত বেতন দেন সইফিনা? এ প্রশ্ন ভক্তদেরর মনে বহুদিনের।

করিনাকে একবার এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি এড়িয়ে গিয়েছিলেন। তবে সত্য কি আর চাপা থাকে? বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে অচিরেই প্রকাশ পেয়েছে তাঁর সন্তানদের পরিচারিকার মাইনে সংক্রান্ত নানা তথ্য।তবে শুধু মাইনেই নয়, ন্যানিদের রয়েছে নির্দিষ্ট ড্রেসকোডও। থাকতে হয় ফিটফাট। আর মাসে তাঁরা যা মাইনে পান তাতে কম দামী এক চারচাকাও কিনে নিতে পারবে মধ্যবিত্ত।

জানা যাচ্ছে মাসে এক লক্ষ ৭৫ হাজার থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ন্যানিকে দিয়ে থাকেন করিনা। মাঝেমধ্যেই বাইরে যেতে ও তাঁকে ও সইফকে।ন্যানিকেও সঙ্গে যেতে হয়। সে সময় ছেলেদের যাবতীয় দায়িত্ব ন্যস্ত থাকে ন্যানির ওপরেই খাওয়া দাওয়ার দায়িত্বও কাপুর ও খান পরিবারের। এখানেই শেষ নয়।বেশি ঘণ্টা থাকলে সেই পরিমাণ টাকাও দিতে হয় তাঁদের। দুই ছেলের যাবতীয় খুঁটিনাটির হিসেবও রাখেন এই ন্যানিই। মাঝেমধ্যেই ন্যানিও বদল করে দেন করিনা।ছেলেদের ভাল রাখার দায়িত্ব তাঁর উপর। আর ভাল রাখার জন্য যাদের নিয়োগ করেন, তাঁদেরও যোগ্যতা যাচাই করে নিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না নবাব-পত্নী।

You might also like!