দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে থেমে গেল জনপ্রিয় টেলি অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়ের জীবন। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া পড়েছে টেলি ইন্ডাস্ট্রিতে। করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে বেশ কিছু দিন কাজ করেছেন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায়। শুক্রবার ২২ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করুণাময়ী রাণী রাসমণি খ্যাত এই অভিনেতা। ওই ধারাবাহিকে গোবিন্দ সাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
কিংশুকের প্রয়াণে গভীরভাবে শোকাহত 'রাণী মা' দিতিপ্রিয়া রায়। কিংশুক দীর্ঘ সময় করুণাময়ী রাণী রাসমণিতে কাজ করেননি। তবে যে টুকু সময় ছিলেন অনেক সুন্দর স্মৃতি রেখে গিয়েছেন। তিনি বলেন, 'ডেইলি সোপে খুব বেশিদিন কাজ করেননি। তিনচার বার অনেকগুলো চরিত্রে অভিনয় করেছিলেন। তবে কিংশুক দা ভীষণ মজার একজন মানুষ ছিলেন। সকলকে হাসিয়ে রাখতেন। সেগুলোই আজ বড্ড মনে পড়ছে। সেটে যখন একসঙ্গে কাজ করতাম খুব মজা হত। আমাদের গল্পটা যেহেতু খুব সিরিয়াস ছিল তাই অফ স্ক্রিন জমিয়ে আড্ডা দিতাম। কিংশুক দা যখন মেক আপ রুমের ওখানে বসত তখন ওখানেই সবাই চা খেতাম, গল্প করতাম। ওই সব কাটানো সময়গুলোর কথা মনে পড়ছে। এরপর তো আর কাজ করার সুযোগ হয়নি।'