দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে দুটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন অভিনেতা শাহরুখ খান। পাঠান ও জওয়ান, দুটি ছবিই ১০০০ কোটির উপরে ব্যবসা করেছে। তবে এবার রাজকুমার হিরানির হাত ধরে রুপোলি পর্দায় ফিরছেন শাহরুখ খান।
২১ ডিসেম্বর বৃহস্পতিবারে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ডাঙ্কি। কয়েকদিন আগেই খোলে এই সিনেমার অ্যাডভান্সড বুকিং, ইতিমধ্যেই তা ৫ কোটির ব্যবসা করে ফেলেছে।
Sacnilk-এর রিপোর্ট বলছে, ভারতে ৭৮৫৫টি শো রয়েছে ডাঙ্কির। ১ লাখ ৮৬ হাজার ৭৫৩ টিকিট বিক্রি হয়েছে। টাকার অঙ্কে যা ৫ কোটিরও বেশি। তবে এই হিসেব ডাঙ্কির হিন্দি ভার্সানের ২ডি ফরম্যাটের। বক্স অফিসে ডাঙ্কি মুখোমুখি সংঘর্ষ করছে প্রভাসের সালার পার্ট ওয়ানের সঙ্গে।
তবে দেশজুড়ে ইতিমধ্যেই শাহরুখের ফ্যানক্লাবের পক্ষ থেকে একাধিক বিশেষ শো-র আয়োজন করা হয়েছে। ২১ ডিসেম্বর সকালে গেইটি গ্যালাক্সি হলে মর্নিং শো-র আয়োজন করেছে এসআরকে ইউনিভার্স। শাহরুখের সবচেয়ে বড় ফ্যানক্লাব হিসেবে ধরা হয় এসআরকে ইউনিভার্স-কে। এই প্রথম গেইটি গ্যালাক্সিতে থাকছে ভোর ৫.৫৫-এর শো।
‘সকাল ৯টার প্রথম শো পেয়েছিল পাঠান, এরপর ৬টার প্রথম শো পায় জওয়ানষ এবার পালা ডাঙ্কি-র। শুরু হবে ভোর ৫.৫৫-তে।’, এসআরকে ইউনিভার্স-এর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয় এই তথ্য়।
দিনকয়েক আগে ছবির প্রচারে দুবাইতে গিয়েছিলেন শাহরুখ খান। আর সেখানে গিয়ে কথা প্রসঙ্গে নিজের অনুরাগীদের জন্য গল্পের আভাস দিয়ে যান তিনি। কিং খান বলেন, ‘ডাঙ্কি হল নিজের বাড়িকে 'মিস' করার গল্প। যাঁরা বাড়ি ছেড়েছেন, তাঁরা এটা খুব ভালো করেই অনুভব করবেন।’