Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (বুধবার,মার্চ ২২,২০২৩ )

Top5
Top5

 

প্রকাশ্যে এসে মুখ খুললেন শ্বেতা

গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে তুমুল চর্চা৷ এবার প্রকাশ্যে এলেন ইডি-র হাতে ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী৷ সংবাদমাধ্যমে মুখ খুলে শ্বেতা দাবি করলেন, নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি কিছুই জানেন না৷ অয়ন শীলের সঙ্গে তাঁর ২০১৭-১৮ সাল থেকে পরিচয় বলে দাবি করেছেন শ্বেতা৷ তিনি দাবি করেছেন, চুঁচুড়ায় অয়নের থেকে তিনি একটি ফ্ল্যাট কেনার জন্য চুক্তি করেছিলেন৷ সেই ফ্ল্যাটের দাম বাবদ তিনি অয়নকে টাকাও দিয়েছিলেন৷ শ্বেতার দাবি, সেই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি৷ সেই টাকাই উনি ফেরত দিয়েছেন৷ সব কাগজ আমার কাছে আছে৷


শিক্ষক নিয়োগের আরও এক দফা ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ করতে চাইছে পর্ষদ বলেই সূত্রের খবর। তার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এপ্রিল মাসের মধ্যেই ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এ বার নবম পর্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নবম পর্যায় ইন্টারভিউ ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত হবে। মূলত ঝাড়গ্রাম জেলার আবেদনকারীদেরই এই নবম পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হবে। 


কোন সংস্থা নষ্ট করত SSC-র ওএমআর?

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি চাকরি অপসারণের মামলায় সামনে এল নয়া তথ্য। ওএমআর বিকৃতি নিয়ে যখন ভূরি ভূরি অভিযোগ উঠেছে, তখন স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় উঠে এল নতুন সংস্থার নাম। কাদের দিয়ে নষ্ট করা হয়েছিল ওএমআর? এসএসসি জানিয়েছে এম এস বালাজি সলিউশন-কেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও নিয়োগের পরীক্ষা হয়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময় পর সেই পরীক্ষার উত্তরপত্র নষ্ট করে ফেলা হয়। সেই কাজটাই করত এই বালাজি সলিউশন। বুধবার আদালতে চাকরিহারাদের আইনজীবী প্রশ্ন তুলেছেন, ওএমআর যদি সত্যিই নষ্ট করা হয়ে থাকে, তাহলে সিবিআই কোথা থেকে বিকৃত ওএমআর পেশ করল? 



সবুজ আর নীল বালতি গোলালেই বিপদ!

শুকনো ময়লা, ভেজা ময়লা-সবুজ বালতি, নীল বালতির হিসাবটা ঠিক মতো না বুঝলেই কিন্তু বড় শাস্তির সম্মুখীন হতে হবে, আবারও সাবধান করলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার আইন না মেনে ময়লা ফেললে এরপর থেকে বড় অঙ্কের টাকা ফাইন দিতে হবে জানালেন মেয়র। মঙ্গলবার সকালে ১২১ ওয়ার্ড বেহালায় ফিরহাদ হাকিম আসেন। খতিয়ে দেখেন যে বাসিন্দারা পৌরসভার সবুজ এবং নীল বালতি ঠিকঠাকভাবে ব্যবহার করছেন কিনা। শুকনো ময়লা এবং ভেজা ময়লা পৃথক ভাবে ফেলছে কিনা। পাশাপাশি পুরসভার কম্প্রেসার মেশিনে শুকনো ময়লা এবং ভেজা ময়লা কীভাবে পৃথক করা হয়েছে সেটা খতিয়ে দেখেন।


তৈরির আগেই ভেস্তে গেল তৃতীয় ফ্রন্ট?

তৈরির আগেই অনিশ্চয়তার কালো মেঘ বিরোধীদের তৃতীয় ফ্রন্ট নিয়ে। কেন্দ্রের ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপি ও কংগ্রেস-র বাইরেও তৃতীয় একটি শক্তি গঠিত হচ্ছে, এমনটাই জল্পনা শোনা যাচ্ছিল। বিজেপি ও কংগ্রেস থেকে সম দূরত্ব বজায় রেখেই তৃতীয় ফ্রন্ট গঠন করার কাজে নেমেছিল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্রীয় শক্তির মতো দলগুলি। তবে সেই জোট গঠন হওয়ার আগেই ভাঙতে বসেছে। সূত্রের খবর, গত ১৮ মার্চ অ-বিজেপি, অ-কংগ্রেসী মুখ্যমন্ত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কিন্তু কোনও মুখ্যমন্ত্রীই সেই নৈশভোজে যোগ দেননি বলেই জানা গিয়েছে। 


আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের ডেডলাইন বাড়াল কেন্দ্র

আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি সংযোগের সময়সীমা বাড়াল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় আইন ও বিচারবিভাগীয় মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। অর্থাৎ প্য়ান কার্ড ও আধার কার্ড লিঙ্কের চাপের মধ্যে মাথা থেকে একটা চিন্তা মিটল নাগরিকদের। গত বছর ১৭ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্য়ান কার্ড লিঙ্ক করতে হবে। এবার সেই সময়সীমা বদল করল কেন্দ্র। ২০২৪ সালের ৩১ মার্চ অবধি এই কাজ করা যাবে বলে জানানো হল।


লটারিতে ৩ কোটি টাকা জিততেই বিয়ে ভাঙলেন মহিলা

বিয়ের ২০ বছর পর আচমকা ৩ কোটি টাকার লটারি জিতেছেন স্ত্রী। অভিযোগ, এই জ্যাকপট জেতার পরই তিনি স্বামীকে ফোন করে জানান, তাঁর সঙ্গে আর থাকতে চান না। স্বামীর বিস্ময় কাটতে না কাটতেই অন্য এক পুরুষকে বিয়েও করে নিয়েছেন এই অবস্থায় মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্থ স্বামী। এখন তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। দাবি করেছেন, লটারিতে জেতা পুরস্কার মূল্যের অর্ধেক তাঁকে দিতে হবে। তিনি বলেছেন, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। আমি আশাই করিনি যে বিয়ের ২০ বছর পর আমার স্ত্রী, আমার সঙ্গে এমন করবে।”


মেসিকে দেখার জন্য

মেরেকেটে সাড়ে ৪ কোটি জনসংখ্যা শহরের। তাতে কী, পুরো শহরই হামলে পড়তে চলেছে মনুমেন্টাল স্টেডিয়ামে। উপলক্ষ্য কী জানেন? তিন মাস পর নায়ক নামছেন ঘরের মাঠে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছে তাঁর। আর ফ্রান্সের বিরুদ্ধে ওই ফাইনালের পর এই প্রথম জাতীয় দলের হয়ে ম্যাচ খেলবেন লিওনেল মেসি। যখন হাতের সামনে এলএম টেন, সুযোগ কি মিস করা যায়? যায় না বলেই হয়তো আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সব পথ মিশে যাবে মনুমেন্টাল স্টেডিয়ামে। আশ্চর্যের কথা হল ওই স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ৬৩ হাজার। মেসিকে দেখার জন্য ১৫ লক্ষ ফুটবলপ্রেমী আবেদন করলেন। 


আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন সিরাজ

আইসিসি ওডিআই বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। কেরিয়ারে প্রথম বার এই ফরম্য়াটে শীর্ষস্থান দখল করলেন অজি পেসার জশ হ্য়াজলউড। আর এক অজি পেসার মিচেল স্টার্কও ক্রমতালিকায় উন্নতি করলেন। ভারতের বিরুদ্ধেও একদিনের সিরিজে অনবদ্য ছন্দে স্টার্ক। সুফল মিলল ক্রমতালিকায়। ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজ শীর্ষস্থান থেকে নেমে গেলেন তিন নম্বরে। যুগ্মভাবে তিনে রয়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়েতে প্রথম ওডিআইতে অনবদ্য় বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ। ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে ৩ ওভারে ৩৭ রান দেন সিরাজ। প্রত্য়াশিত ভাবেই শীর্ষস্থান হারালেন।


‘এটা কী করেছেন’

বয়স যেন তাঁর দিন দিন কমছে। সোশ্যাল মিডিয়ার ছবি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। জয়া আহসান, বয়স তাঁর ৫০ ছুঁই ছুঁই। তবুও গ্ল্যামারে হার মানাবেন তরুণীদের। নিয়মিত জিম আর শরীরচর্চায় ওজন তাঁর এক জায়গাতেই থেমে রয়েছে। ভারত আর বাংলাদেশ- দুই দেশেই ছড়িয়ে রয়েছে তাঁর অজস্র ফ্যান। তবে এবার ট্রোলের মুখে পড়তে হল জয়াকে। তাঁর সাম্প্রতিক ছবি দেখে কার্যত অবাক ভক্তকুল। ‘মেকআপ নাকি ময়দা’– প্রশ্ন তাঁদের? নেটিজেনদের বক্তব্য, “দয়া করে একটা ভাল মেকআপ আর্টিস্ট নিন।” অনেকেই লিখেছেন, “খুব খারাপ লাগছে। মাধুর্য নেই। আপনি এরকম দেখতে মোটেও নন।”

You might also like!