Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (রবিবার, মার্চ ২৬,২০২৩ )

podcast
podcast

 

১/  টলিউডের ‘৯৯ শতাংশই চোরেদের সঙ্গে জড়িত’ 

দুর্নীতি ইস্যু নিয়ে আবার তৃণমূলের তারকা সাংসদ দেবকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ।তবে এ বার দেবের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা বনি সেনগুপ্তের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেছেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ।

২/ শাসকদলের ছত্রছায়ায় কিছু ‘বদমাশ’ রয়েছে, তাদের জন্যই  যত সমস্যা 

নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে রাজ্যের শাসকদল। তার উপর গরু পাচার, কয়লা পাচার মামলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে তৃণমূলের নেতামন্ত্রী এবং তাঁদের ঘনিষ্ঠরা।এই প্রেক্ষিতে দলীয় কর্মিসভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর দাবি, শাসকদলের ছত্রছায়ায় কিছু ‘বদমাশ’ রয়েছে। তাদের জন্যই হয়েছে যত সমস্যা। 

৩/ উত্তরকাশীর অরণ্যে বজ্রপাতে মৃত্যু ৩৫০-এর বেশি ভেড়া ও ছাগলের

শনিবার রাতে বৃষ্টির মধ্যে ৩৫০টি ছাগল ও ভেড়া নিয়ে হৃষীকেশ থেকে উত্তরকাশী ফিরছিলেন বারসু গ্রামের বাসিন্দা সঞ্জীব রাওয়াত। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধুও। খাট্টুখাল অরণ্যের মধ্যে দিয়ে যাওয়ার সময় বজ্রপাত হয় একটি বিশাল পাইন গাছে। সেই সময় সঞ্জীব ছাগলের দলের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। তাঁর বন্ধু বৃষ্টি থেকে বাঁচতে অন্য একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। বজ্রাহত পাইন গাছটির আশপাশে ছিল ছাগল ও ভেড়াগুলি। বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সবক’টি ছাগল ও ভেড়ার। কোনও ক্রমে প্রাণে বেঁচে যান সঞ্জীব এবং তাঁর বন্ধু। 

৪/ হার্ভার্ড, কেমব্রিজ ফেরত ভাইয়াকে ‘পাপ্পু’ বলেছেন

যে ব্যক্তি দেশের মানুষের জন্য লড়াই চালাচ্ছেন, গরিব, মহিলা এবং তরুণদের অধিকারের জন্য আওয়াজ তুলছেন, তাঁকেই ‘পাপ্পু’ বলে কটাক্ষ করা হচ্ছে। যে ব্যক্তি হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল করেছেন, তাঁর সম্পর্কে সত্যিটা না জেনে ‘পাপ্পু’ বানিয়ে দেওয়া হচ্ছে। রবিবার দিল্লির রাজঘাটে কংগ্রেসের ‘সঙ্কল্প সত্যাগ্রহ’-এর জনসভায় ভাই রাহুলের পাশে দাঁড়িয়েই ‘পাপ্পু’ কটাক্ষের জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। 

৫/   ‘জয়েনিং লেটার কেন? রেজাল্ট দেখান, প্রথম হয়েছিলাম’

গত কয়েকদিন ধরেই চর্চায় বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরি। তৃণমূলের দাবি, পরীক্ষা নয় স্রেফ সুপারিশেই নাকি চাকরি হয়েছিল তাঁর। এসব নিয়ে বিতর্কের মাঝে মুখ খুললেন মিলিদেবী। তাঁর সাফ কথা, যে অভিযোগ তোলা হচ্ছে তা প্রমাণ করুক তৃণমূল।মিলিদেবী জানান, ১৯৮৭ সালে অর্থাৎ তিনি যখন চাকরি পান, সেই সময় লিখিত পরীক্ষা হত না। তিনি কাগজে বিজ্ঞাপন দেখে চাকরির আবেদন করেন। পরবর্তীতে তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। সেখানে পাশ করায় তাঁকে নিয়োগ পত্র দেওয়া হয়। চাকরিতে যোগ দেন মিলিদেবী। 

৬/ রাহুল-অপসারণ বিতর্কের মধ্যেই বাক্‌স্বাধীনতা নিয়ে সরব রাজ্যপাল বোস 

লোকসভায় সদস্যপদ খারিজ হয়েছে রাহুল গান্ধীর। তা নিয়ে দেশ জুড়ে সংকল্প সত্যাগ্রহ আন্দোলনে নেমে পড়েছে কংগ্রেস। তৃণমূল-সহ বিজেপি বিরোধী প্রায় সমস্ত দল এই প্রসঙ্গে রাহুলের পাশে। এই প্রেক্ষিতে বাক্‌স্বাধীনতা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলায়। জানিয়ে দিলেন, বাক্‌স্বাধীনতার সঙ্গে কোনও রকম আপস অনুচিত। 

৭/ প্রয়াত হলেন ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাকা গর্ডন মুর 

প্রয়াত হলেন ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাকা গর্ডন মুর। শুক্রবার, ৯৪ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। এমনটাই জানা গিয়েছে মুরের সংস্থার সূত্রে। স্বল্পপরিচিত এক কম্পিউটার ইঞ্জিনিয়র থেকে এক সময় সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেটেড চিপসের জগতের শাসক হয়ে উঠেছিলেন মুর। তাঁর প্রয়াণে বৈদ্যুতিন প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগের অবসান ঘটল। 

৮/বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃতীয় সোনা

আরও এক বার মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন নিখাত জ়ারিন। পর পর দু’বার ৫০ কিলো বিভাগে সোনা জিতলেন তিনি। মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিক বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন। শনিবার নীতু ঘাংঘাস, সুইটি বোরা সোনা এনে দিয়েছিলেন ভারতকে। রবিবার তৃতীয় সোনা এনে দিলেন জ়ারিন। 

৯/ বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ধাওয়ান 

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের বেশ কিছু দিন আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক শেষের কথা জানিয়েছেন। এত দিন পর্যন্ত সেই বিষয়ে কোনও কথা বলেননি। অবশেষে মুখ খুললেন ভারতের ওপেনার। স্ত্রীকে কোনও ভাবেই দায়ী করেননি তিনি। তবে এটা জানিয়ে রেখেছেন, আগামী দিনে আবার বিয়ে করতে পারেন।

১০/ সামান্য বেতনের জন্য ম্যাকডোনাল্ডস-এ বাসন মাজতেন সাংসদ স্মৃতি 

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১ লক্ষ টাকা প্রয়োজন ছিল স্মৃতির, বাবার থেকে ধার করেন সেই অর্থস্মৃতি জানান, প্রতিযোগিতা থেকে পাওয়া অর্থে তিনি ষাট হাজার টাকা ফেরত দিতে পেরেছিলেন, বাকি টাকা শোধ করতে তাঁকে চাকরি নিতে হয়েছিল। বিজ্ঞাপনের কাজ করছিলেন বটে, কিন্তু স্থায়ী রোজগার দরকার ছিল। তখন ম্যাকডোনাল্ডস-এর আউটলেটে ধোয়ামোছার কাজ করতেন মাসিক পনেরোশো টাকার  বিনিময়ে।

You might also like!