Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (সোমবার, মার্চ ২০,২০২৩ )

সোমবার, মার্চ ২০,২০২৩
সোমবার, মার্চ ২০,২০২৩

 

১/ ট্রলি বোঝাই ওএমআর শিট এবং নথি নিয়ে আদালতে ইডি 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর সোমবার নগর দায়রা আদালতে হাজির করানো হল অয়ন শীলকে। আদালতে ঢোকার মুখে কিছু বলতে চাননি তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনুর ঘনিষ্ঠ বলে পরিচিত অয়ন। তাঁর সঙ্গে সোমবার ট্রলিতে চাপিয়ে বেশ কিছু নথিও আনা হয়েছে আদালতে। 

২/ জিতেন পুলিশের হাতে ‘অপহৃত’, শীর্ষ আদালতের দ্বারস্থ তাঁর আইনজীবী 

সুপ্রিম কোর্টে বাংলার পুলিশের বিরুদ্ধে জিতেন্দ্র তিওয়ারিকে অপহরণের অভিযোগ আনলেন তাঁর আইনজীবী। এই ‘গুরুতর’ অভিযোগের জবাব দিয়ে রাজ্য সরকারকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। 

৩/ অখিলেশকে তোপ বিএসপি নেত্রী মায়াবতীর 

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই তিক্ততা বাড়ছে সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র। ‘মহাগঠবন্ধন’ ভুলে কার্যত পুরনো চির-প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক অবস্থানই ফিরে এসেছেন অখিলেশ যাদব এবং মায়াবতী। বিজেপির বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ লড়াইয়ের’ প্রশ্ন শিকেয় তুলে ফের  প্রতিপক্ষ হিসাবেই পরস্পরের দিকে এগোচ্ছেন উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

৪/ পটনা স্টেশনের টিভিতে পর্ন ভিডিয়ো 

রবিবার সকাল সাড়ে ৯টা। ছুটির দিনের সকালে বেড়াতে যাওয়ার ভিড় সবে জমতে শুরু করেছে রেল স্টেশনে। ঠিক এই সময়ে ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভির পর্দায় তাকিয়ে চমকে গেলেন উপস্থিত যাত্রীরা। স্টেশনে সার দিয়ে লাগানো টিভির পর্দায় তখন চলছে পর্ন ভিডিয়ো।প্ল্যাটফর্মের টিভিতে এমন দৃশ্য চালু হওয়ায় অস্বস্তিতে পড়েন অধিকাংশ যাত্রী। দ্রুত যাত্রীদের তরফে অভিযোগ করা হয় জিআরপি এবং আরপিএফের আধিকারিকদের কাছে। তবে খবর পেয়েও সঙ্গে সঙ্গে ওই ভিডিয়ো বন্ধ করতে পারেনি জিআরপি।

৫/ হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুকুল রায় 

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল মুকুল রায়কে। রবিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক হাসপাতালে মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। চিকিৎসকরা এক সপ্তাহ বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুকুলকে। 

৬/ নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোপথে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ 

নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় প্রায় ১৮০০ মিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হল।ওই মেট্রোপথের একটি স্টেশন যশোর রোড। সেই স্টেশনের পরে অতিব্যস্ত ভি আই পি রোড এবং বিমানবন্দরের দিকে যাওয়ার সংলগ্ন রাস্তার একাংশের নীচ দিয়ে ওই সুড়ঙ্গ নির্মাণ কষ্টসাধ্য ছিল বলেই জানাচ্ছেন মেট্রোকর্তারা। কাছাকাছি বিমানবন্দর ডাকঘর ছাড়াও খ্রিস্টানদের সমাধিক্ষেত্র ছিল। সংশ্লিষ্ট দুই কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের অংশ পেরিয়ে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথের বিমানবন্দর স্টেশনে প্রবেশের সুড়ঙ্গ নির্মাণ করা গিয়েছে। 

৭/ লন্ডনে ভারতীয় হাইকমিশনে পতাকা নামাল খালিস্তানপন্থীরা 

খলিস্তানপন্থী স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিংহকে ধরতে পুলিশ পঞ্জাবের ৭টি জেলায় তল্লাশি আভিযান চালাচ্ছে। এরই প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশনে দেশের পতাকা নামিয়ে দিল বিক্ষোভকারীরা।প্রশ্ন উঠেছে কীভাবে বিক্ষোভকারীরা হাইকমিশনের দফতরে প্রবেশ করেছেন। বিদেশমন্ত্রক তার বিবৃতে বলেছে, “ভারতীয় কূটনৈতিক প্রাঙ্গণ এবং কর্মীদের নিরাপত্তার প্রতি ব্রিটেন সরকারের উদাসীনতা মেনে নেওয়া যায় না।” 

৮/ মোহনবাগান মোহনবাগান-ই, ট্রফি দেখতে এসে বললেন মুখ্যমন্ত্রী 

‘এটিকে মোহনবাগান’ থেকে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’। শনিবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর স়ঞ্জীব গোয়েঙ্কা নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন। সোমবার মোহনবাগান তাঁবুতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেছিলেন সিইএসসি কর্ণধারের সঙ্গে কথা বলতে।আইএসএল চ্যাম্পিয়ন ফুটবলারদের ক্লাব তাঁবুতে সোমবার সংবর্ধনা দিল মোহনবাগান। সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটিকে-টেটিকে শুনতে ভাল লাগে না। মোহনবাগান, মোহনবাগান-ই। অরূপকে বলেছিলাম, সঞ্জীবের সঙ্গে কথা বলতে।’’ 

৯/ ভারতের পতাকায় সই! আবার মন জিতে নিলেন পাকিস্তানের ক্রিকেটার 

ভারত-প্রীতি সম্পর্কে এর আগে বার বার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। সে কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। শাহিদ আফ্রিদি অবশ্য তাতে দমবার পাত্র নন। তিনি আবার ভারতীয় সমর্থকদের মন জয় করে নিলেন।সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে আফ্রিদিকে দেখা গিয়েছে ভারতীয় সমর্থকের বাড়িয়ে দেওয়া জাতীয় পতাকায় সই করছেন।পাকিস্তানের সমর্থকরা খোঁচা দিতে ছাড়েননি নিজেক দেশের ক্রিকেটারকে। কিন্তু আফ্রিদি তাতে পাত্তা দেননি। এ বিষয়ে মুখও খোলেননি তিনি। 

১০/ ‘অশালীন’ ছবির দায়ে সমালোচনার শিকার তাপসী পন্নু 

সমালোচনা তাঁর জীবনের নিত্যদিনের অঙ্গ।অভিনেত্রীর পোশাক ও গয়নার ধরন দেখে প্রায় রে-রে করে উঠলেন নেটাগরিকরা।মুম্বইয়ে এক নামী ফ্যাশন শোয়ের র‌্যাম্পে পোশাকশিল্পী মনীষা জয়সিংহের জন্য হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পন্নু।অভিনেত্রীর পরনের লাল গাউনের কাঁধ থেকে নাভি পর্যন্ত খোলা। বুকের মাঝের লম্বা খাঁজেই বসেছিল চোকার জাতীয় গয়নাটি। সেই গয়নার মাঝে এক হিন্দু দেবীর ছবি। স্পষ্ট বুঝতে পারা না গেলেও, দূর থেকে তা লক্ষ্মী দেবীর ছবি বলেই মনে হচ্ছে। তাতেই খেপেছেন নেটাগরিকরা। তাঁদের অভিযোগ, এই ধরনের ‘অভব্য’ পোশাকের সঙ্গে ওই গয়না পরে অশালীনতার সীমা ছাড়িয়েছেন অভিনেত্রী।

You might also like!