পঞ্চায়েতের প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের
পঞ্চায়েত প্রস্তুতিতে জোড়া পদক্ষেপ তৃণমূলের। একদিকে সপ্তাহে শুক্রবার করে জেলাওয়াড়ি বৈঠক মমতার। অন্যদিকে টানা জেলা সফর সেকেন্ড ইন কমান্ড অভিষেকের। দুর্নীতির অভিযোগ, সংখ্যালঘু ভোটের মুখ ফেরানো নিয়ে জল্পনা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিরোধীদের অলিখিত আঁতাতের সম্ভাবনা সব মিলিয়ে পঞ্চায়েতের আগে বহুমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে শাসক তৃণমূল। সংগঠনকে সাজাবেন খোদ মমতা, আর জেলায় জেলায় যেখানে বিরোধী দলগুলোর প্রভাবে রয়েছে, সেই সব জায়গায় এখন থেকেই ম্যারাথন প্রচারে নামছেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে, পিছিয়ে পড়া জায়গাতেই জোর তৃণমূল কংগ্রেসের। পিছিয়ে থাকা জেলা দিয়েই এপ্রিল জুড়ে সভা শুরু করবেন অভিষেক বন্দোপাধ্যায়।
দিঘাগামী বাসের সঙ্গে সংঘর্ষ
যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ যুবকের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের বারুন্দায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা নাগাদ হাবড়া থেকে দীঘা রুটের একটি সরকারি বাস হাবড়া থেকে দীঘা যাওয়ার পথে বরুণদার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে চলে আসে। সেই সময় উল্টোদিকে কলকাতা অভিমুখে যাওয়া একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে। চারচাকা গাড়িতে চালকসহ ৩জন ছিল। ঘটনাস্থলেই ৩ জনেরই মৃত্যু হয়। দুর্ঘটনায় ৩ জন বাসযাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বাগনান ও উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অবশেষে উদ্ধার হল ট্যাংরার নিখোঁজ যুবকের মৃতদেহ
লেদার কমপ্লেক্স থানার বামনঘাটায় কাঠের ব্রিজের কাছে মঙ্গলবার একটি মরদেহ উদ্ধার করে লালাবাজরের গোয়েন্দারা। পুলিশের দাবি, দেহটি ট্যাংরার বাসিন্দা বছর ৩৪-এর ঝুনু রানার। ৩ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। একটি নীল ড্রাম থেকে দেহটি উদ্ধার করা হয়। ঝুনু নিখোঁজ হওয়ার পর তদন্তে নেমে গ্রেফতার করা হয় 4 জনকে। জিজ্ঞাসাবাদে খুনের অভিযোগ স্বীকার করে গুলাম রব্বানি। তাঁর দাবি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরির চেষ্টা করছিল ঝুনু। সেই আক্রোশেই খুন করা হয়েছে। খুনের পর দেহ ফেলে দেওয়া হয়, সায়েন্স সিটির কাছে একটি খালে। এরপরই শুরু হয়ে ঝুনুর মৃতদেহের খোঁজে তল্লাশি।
ওড়িশা সফরে মমতা
লোকসভা ভোটের আগে বিরোধী জোটের সলতে পাকাতে গত সপ্তাহেই কলকাতায় এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এরপরেই আজ দুপুরেই ওড়িশা রওনা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের পালে হাওয়া লাগানোর কৌশল বলেই তাঁর ওড়িশা সফরকে ধরা হচ্ছে। কারণ এই সফরে আগামী বৃহস্পতিবার ওড়িশার মুখ্যনন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা। এই সফরে আগামীকাল বিকালে মমতা পুজো দেবেন পুরীর জগন্নাথ মন্দিরে। মঙ্গলবার দুপুরেই কলকাতা থেকে ওড়িশার উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে বিজু জনতা দলের প্রধান নবীনের সঙ্গে বৈঠক করবেন।
কাশীর জন্য উপহারের ডালা সাজালেন প্রধানমন্ত্রী
চৈত্র নবরাত্রীতে কাশীর জন্য উপহারের ডালা সাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি ২৪ মার্চ, অর্থাৎ শুক্রবার, চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে তাঁর সংসদীয় এলাকায় বারাণসীতে থাকবেন৷ আর সেদিনই ঘোষণা করবেন মোট ১৮০০ কোটি টাকার বিশেষ স্কিমের৷ কাশীর জন্য ঘোষিত এই স্কিমের আওতায় থাকবে স্মার্ট স্কুল, রোপওয়ে থেকে অনেকিছু৷ প্রশাসনিক সূত্রে খবর, প্রধানমন্ত্রী সেদিন প্রায় পাঁচ ঘণ্টা কাশীতে কাটাবেন৷ বারাণসীর কমিশনার কৌশল রাজ শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি চলছে। বারাণসী সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি প্রথমে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আয়োজিত স্বাস্থ্য দফতরের যক্ষ্মা কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যাবেন সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে।
সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের
ফের বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল হল সংসদ। মঙ্গলবার লোকসভায় ফের আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটিতে তদন্তের দাবিতে সরব হন তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। বিষয়টি নিয়ে আলোচনারও দাবি জানান তাঁরা। স্পিকার বিরোধীদের থামাতে গেলে পাল্টা সরব হন তাঁরা। একেবারে ওয়েলে নেমে আন্দোলন শুরু করে দেন অন্যদিকে, পোস্টার নিয়ে সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদেরা। বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। এদিন সংসদের বাইরে বিজয় চকে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা। মূলত আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে সংসদে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
ইমরানের দলের নেতা সহ ১০ জনের মৃত্যু পাকিস্তানে
ভয়াবহ হামলায় মৃত্যু হল এক পিটিআই নেতা সহ মোট ১০ জনের। সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের দল পিটিআই-এর অন্যতন নেতা আতিফ মুনসিফ খানের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। এদিন অ্যাবোটাবাদ জেলায় ওই হামলার ঘটনায় অভিযোগ উঠেছে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে। পাক সংবাদমাধ্যম The Dawn-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর ঘটনা ঘটে। অ্যাবটাবাদ জেলা পুলিশ অফিসার উমর তুফাইল জানিয়েছেন, লাংরা গ্রামের কাছে গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোয় বিস্ফোরণ ঘটে গাড়ির ফুয়েল ট্যাঙ্কে। তবে ওই গোষ্ঠীর দাবি, তারা গুলি চালায়নি। রকেট হামলাতেই এমন বিস্ফোরণ।
ফ্রান্স দলে নতুন অধিনায়ক
ক্লাব ফুটবলে সাময়িক বিরতি। ফোকাস এ বার দেশের জার্সিতে। শুক্রবার ইউরো কাপের কোয়ালিফায়ারে নামবে ফ্রান্স। তার আগে নতুন নেতার নাম ঘোষণা করল ফ্রান্স ফুটবল ফেডারেশন। অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপেকে বেছে নিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। গত জানুয়ারি মাসেই ফ্রান্সের জাতীয় দল থেকে অবসর নেন হুগো লরিস। জাতীয় দলের হয়ে ১০ বছরেরও বেশি সময় ধরে অধিনায়কত্ব করেছেন ফ্রান্সের গোলকিপার। ২০১৮ সালে লরিসের নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। চার বছর বাদে রানার্স আপ হয় দেশঁর দল। ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। তার কয়েক মাস বাদেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৬ বছরের গোলকিপার।
সেরা টেস্ট একাদশে ভারতের তিন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই সেরা একাদশ ঘোষণা করল উইজডেন। ২০২১ সাল থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব। উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। এ বছর টেবিলের এক নম্বরে শেষ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ছিল ভারত। এগারো জনের সেই দলে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলরা সেই দলে সুযোগ পাননি। উইজডেনের ঘোষিত সেরা একাদশে ভারতীয় দল থেকে রয়েছেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা।
‘ভীষণই খারাপ হয়েছে’
শুরুটা হয়েছিল হিট ছবি ‘কেদারনাথ’-এর হাত ধরে। পরের ছবি ‘সিম্বা’ও হয়েছিল বেশ হিট। আর এর পরেই আচমকাই যেন সারা আলি খানের কেরিয়ার গ্রাফ পড়ে যেতে শুরু করে। ‘লাভ আজ কাল ২’-এ তাঁর অভিনয় নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। অনেকেই বলেছিলেন, তাঁর এ অভিনয় পাতে দেওয়ার যোগ্য না। শুধু কি জনগণ?খোদ সইফ আলি খানও মেয়ের অভিনয় দেখে বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন। ‘লাভ আজ কাল ১’_এর অভিনয় করেছিলেন সইফ নিজেই। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, “বাবা মোটেও খুশি ছিলেন না। তাঁর আমার কাজ ভাল লাগেনি। আমায় বলেছিলেন ভাল হয়নি।”