Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( মঙ্গলবার, মার্চ ২৮ ,২০২৩ )

pc
pc

 

নিশীথের গাড়িতে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় এ দিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে তদন্তের যাবতীয় নথি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে হাইকোর্ট৷ কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছিল৷ গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারে নিশীথ প্রামাণিকের গাড়ির উপরে হামলার ঘটনা ঘটে৷ কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির উপরে বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভেঙে যায় মন্ত্রীর গাড়ির কাচ। 


হাইকোর্টের দ্বারস্থ বিজ্ঞান মঞ্চ

বীরভূমের আমোদপুরে ডাইনি অপবাদে এক বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে ‘খুন’, তারপরই তিলজলায় শিশুকন্যা খুনে তন্ত্রসাধনার যোগ- গোটা বিষয়টি নিয়ে এবার নাগরিক সচেতনা বাড়াতে আবারও হাইকোর্টের দ্বারস্থ বিজ্ঞান মঞ্চ। ‘ব্ল্যাক ম্যাজিক’ ইস্যুতে নাগরিক মনন উন্নয়নে গাইড লাইন চেয়ে আগেই হাইকোর্টের জনস্বার্থ মামলা করেছিল বিজ্ঞান মঞ্চ। কিন্তু দীর্ঘদিন তা শুনানির জন্য ওঠেনি। রাজ্যে এক সপ্তাহেই ঘটে যাওয়া পরপর দুটি নৃশংস ঘটনাকে সামনে রেখে আবারও সেই মামলার শুনানির আবেদন করলেন মামলাকারী সব্যসাচী ভট্টাচার্য। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে সেই আবেদন জমা দেওয়ার অনুমতি মিলেছে। 


শহিদ মিনারে তৃণমূল ছাত্রযুবদের সভার অনুমতি 

তৃণমূল যুব সংগঠনের সভা নিয়ে কাটল জট। শহিদ মিনার চত্বরেই তৃণমূলকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যেখানে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মীরা, সেই চত্বরেই তৃণমূল সভার অনুমতি চাওয়ায় প্রশ্ন উঠেছিল। মঙ্গলবার সেই মামলায় মিলল সভার অনুমতি। তবে সভা করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই সভার মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে যাতে কোনও উস্কানিমূলক বক্তব্য না পেশ করা হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।


লেকচারারের সাম্মানিক রাজমিস্ত্রির মজুরির থেকেও ক

মাত্র তিনশো টাকা প্রতি ক্লাস ভিত্তিতে অস্থায়ী স্পেশাল লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তুমুল সমালোচনার মুখে পড়ল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সমাজমাধ্যমে এ নিয়ে তীব্র নিন্দা শুরু হতেই মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের এবং অভ্যন্তরীণ বিষয়। দিন কয়েক আগেই সিভিক ভলান্টিয়ারদের শিক্ষক হিসাবে ব্যবহারের চেষ্টা করায় কঠোর সমালোচনায় পড়েছিল বাঁকুড়া জেলা পুলিশ। এ বার সামান্য বেতনে উচ্চশিক্ষিতদের নিয়োগের বিজ্ঞপ্তি বিতর্কের শীর্ষে। গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। 


বাংলো ছাড়তেও প্রস্তুত গান্ধী পরিবার-ঘনিষ্ঠ খাড়্গে

রাহুল গান্ধীর (সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনায় সরগরম গোটা দেশ। এবার রাহুলকে সরকারি বাংলো খালি করার নোটিস পাঠানোর ঘটনায় সরব হল কংগ্রেস নেতৃত্ব। বর্তমানে সরকারি বাংলো ছাড়া রাহুল গান্ধীর কোনও বাড়ি নেই। এই পরিস্থিতিতে এক মাসের মধ্যে রাহুলকে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিস পাঠানোয় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে, কপিল সিব্বল থেকে কে.সি বেণুগোপাল। আবার কেন্দ্র রাহুল গান্ধীকে উচ্ছেদ করতে চাইলেও তাঁর জন্য নিজের বাংলো ছেড়ে দিতে প্রস্তুত গান্ধী পরিবার-ঘনিষ্ঠ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।


আতিক আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড

অবশেষে দোষী সাব্যস্ত হল গ্যাংস্টার থেকে রাজনীতিক আতিক আহমেদ।  ১৭ বছর আগের উমেশ পাল অপহরণ ও প্রধান সাক্ষ্য বিএসপি বিধায়ক রাজু পাল হত্যা মামলাতেই আতিক আহমেদকে দোষী সাব্যস্ত করল প্রয়াগরাজ আদালত। শুধু তাই নয়, কুখ্যাত এই গ্যাংস্টারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আতিকের সঙ্গে এই মামলায় আরও ২ জনকে দোষী সাব্যস্ত করেছে প্রয়াগরাজ আদালত। তবে আতিকের ভাই সহ ৭ জনকে বেকসুর মুক্তি দিয়েছে আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, বিএসপি বিধায়ক রাজু পাল হত্যা মামলায় এদিন গ্যাংস্টার আতিক আহমেদ সহ দীনেশ পাসি এবং খান সৌলত হানিফকে দোষী সাব্যস্ত করেছে প্রয়াগরাজ আদালত। 


সৌদিতে ভয়াবহ পথদুর্ঘটনা

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২০ জনের। ২৯ জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার সৌদি আরবের আসির শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মক্কা যাওয়ার পথে একটি ব্রিজে সোমবার বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পাল্টি খেয়ে মাঝরাস্তায় পড়ে বাসটি। এরপরই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে বাসে। ভয়ে চিৎকার শুরু করেন যাত্রীরা। আশেপাশের লোকজন ছুটে আসেন। ছুটে আসে পুলিশ প্রশাসনও। একেবারে পুড়ে খাক হয়ে যায় বাসটি। জানা গিয়েছে, এই বাসে যাঁরা ছিলেন সকলেই রমজান মাসে উমরাহের জন্য যাচ্ছিলেন। মক্কা যাওয়ার পথে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। 


গুরুমন্ত্র দিলেন সৌরভ

শেষ কবে আইসিসি ট্রফি এসেছিল ভারতের ঘরে? চট করে মনে করা মুশকিল। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার আইসিসি ট্রফি জয়। তারপর বিরাট কোহলির নেতৃত্বে এতগুলো বছর ধরে ট্রফি জয়ের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে। ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত গিয়েও খালি হাতে ফেরার যন্ত্রণা পেয়েছে টিম ইন্ডিয়া। তারপর ক্যাপ্টেন্সির ব্যাটন বিরাটের কাছ থেকে গিয়েছে রোহিত শর্মার হাতে। তবুও চিত্রটার পরিবর্তন হয়নি। চলতি বছরে জোড়া আইসিসি ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে। আইসিসি ইভেন্টে ব্যর্থতার ধারা বদলে সাফল্যের উড়ানে ভর করে কীভাবে এগোবে ভারত তার উপায় বাতলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।


অবশেষে বাবাকে খুঁজে পেলেন ভারতীয় ক্রিকেটার

বহুদিন হল জাতীয় দলের বাইরে। গত মরসুম থেকে আইপিএলেও  সুযোগ পাচ্ছেন না। মহারাষ্ট্রের ক্রিকেটার কেদার যাদব  হঠাৎ শিরোনামে এলেন ব্যক্তিগত কারণে। তাঁর বাবার কারণে। সোমবার থেকে নিখোঁজ ছিলেন কেদারের বাবা ৭৫ বছরের মহাদেব যাদব। উনি ডিমেনশিয়ায় ভুগছেন। সোমবার পুনের বাড়ি থেকে প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মহাদেব বাবু। কিন্তু বাড়ি ফেরেননি তিনি। বৃদ্ধ এবং একইসঙ্গে অসুস্থ বাবা নিখোঁজ থাকায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ক্রিকেটার। অবশেষে খোঁজ মিলেছে বাবার। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রিকেটার?


খুশি হয়ে নিজেকে গাড়ি উপহার দিলেন ‘পাঠান’

চার বছরের বিরতির পর পর্দায় হাজির হলেন শাহরুখ খান। ২০২৩ সালের শুরুতেই বড় পর্দায় ঝড় তুলে সকলকে তাক লাগালেন শাহরুখ। এক কথায় বলতে গেলে কিং খানের এই সাফল্য প্রাথমিকভাবে কেউ হয়তো আশা করেনি। কারণ একটাই, পর পর ফ্লপ ছবি দিয়ে বিরতিতে চলে গিয়েছিলেন শাহরুখ খান। তবে তাঁর কামব্যাক ছবি যে তাঁকে শত বিতর্কর মাঝেও সেরার সেরা করে তুলবে, তা এক কথায় বিটাউনের চমক। করোনার পর শাহরুখ খানের হাত ধরেই ছন্দে ফিরল বলিউড। মোট ১০০০ কোটির ব্যবসা করে এই ছবি। আর এই সাফল্য সেলিব্রেশনে এবার ১০ কোটির একটি বিলাসবহুল SUV কিনলেন শাহরুখ।

You might also like!