তদন্তে মুলতুবির নির্দেশ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অ্যাডিশনাল সলিসেটর জেনারেল। নিশীথ প্রামাণিকে কনভয়ে হামলার ঘটনায় হওয়া তৃতীয় মামলাটি সম্পর্কে কেন রাজ্য পুলিশের তরফ থেকে ডিভিশন বেঞ্চে কেন কিছু বলা হল না, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। আপাতত ১৮ এপ্রিল পর্যন্ত তৃতীয় মামলাটির তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। নিশীথের কনভয়ে হামলার ঘটনায় এর আগে ডিভিশন বেঞ্চে দুটো মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই দুটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। রাজ্য সরকারের রিপোর্ট সন্তুষ্ট করতে পারেনি আদালতকে।
তিন দিন ধরে ‘লং মার্চ’
চাকরির দাবিতে এবার নজিরবিহীন প্রতিবাদ চাকরিপ্রার্থীদের। গ্রুপ ডি নিয়োগের দাবিতে অবস্থান, অনশনের পর এবার লং মার্চ। তিনদিন ধরে রাস্তায় হাঁটবেন চাকরিপ্রার্থীরা। ২০০ দিনেরও বেশি সময় ধরে নিয়োগের দাবিতে অবস্থান করেছেন তাঁরা। তাঁদের দাবি, অবস্থানে বসার পরও রাজ্য সরকারের নজর পড়েনি তাঁদের দিকে। তাই পথে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা। তিন দিন ধরে চলবে তাঁদের কর্মসূচি। ৩ থেকে ৫ মার্চ লং মার্চ করবেন প্রার্থীরা।বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা শহিদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ২১৯ দিনের বেশি সময় ধরে ধরনায় বসেছিলেন।
‘পার্থ দা জিন্দাবাদ’
মাঝের কয়েকটা দিনের ব্যবধান। ২৩ মার্চের পর ৩০ মার্চ। অনেকটাই বদলে গেল পরিস্থিতি। আদালতে পেশের সময়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখে ‘চোর চোর’ স্লোগান দিয়েছিলেন অনেকে। তবে বৃহস্পতিবার আদালতে পেশের সময়ে আর ‘চোর’ স্লোগান নয়। আদালত চত্বরের বাইরে উঠল ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান। সাত দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁর সঙ্গে পেশ করা হয় সুবীরেশ ভট্টাচার্য-১৪ জনকে আলিপুর আদালতে পেশ করা হয়।তবে হঠাৎ করেই পার্থকে আদালতে পেশের গত দু’দিনের আবহ ও ‘জিন্দাবাদ’ স্লোগানের তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিস্ফোরক কুন্তল
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখ থেকে বার করার চেষ্টা করছে। বৃহস্পতিবার আদালতে পেশের আগে আবারও বোমা ফাটালেন নিয়োগে দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার আগে কুন্তল ঘোষকে প্রশ্ন করা হয়, প্রমাণ ছাড়া গ্রেফতার প্রসঙ্গে শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন,তা নিয়ে কী বলবেন? তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বের করার চেষ্টা করছে।”
চরম পদক্ষেপ মেয়ের
পড়তে বসতে বলাই হল কাল! বাবা পড়তে বসতে বলায় আত্মঘাতী হলেন ৯ বছরের এক নাবালিকা। তবে মৃত্যুর কারণ এটাই কি না তা চূড়ান্তভাবে বলা যায় না। মেয়েকে পড়তে বসতে বলে বেরিয়ে যান বাবা কৃষ্ণমূর্তি। তারপর সোমবার বাড়ি ফিরে দেখেন ঝুলছে তাঁর ৯ বছরের মেয়ের দেহ। তখনও প্রাণ রয়েছে। তামিলনাড়ুর থিরুভাল্লারে এই ঘটনা ঘটেছে। সোমবার সে নিজের মামাবাড়ির কাছে খেলছিল। আর সেই সময়ই তাকে দেখে ফেলেন বাবা কৃষ্ণমূর্তি। মেয়েকে খেলা ছেড়ে ঘরে গিয়ে পড়তে বসার কথা বলেন তিনি। তারপর বাইক নিয়ে তেল ভরতে যান। বাড়ি ফিরে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে মেয়ের দেহ|
বিমানের মধ্যে বমি-পায়খানা মত্ত যাত্রীর
বিমানের মধ্যে মত্ত যাত্রীর চূড়ান্ত অভব্যতার ঘটনা ফের সামনে এল। মাস খানেক আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল। এ বার ইন্ডিগোর বিমানে ঘটল বিপত্তি। ইন্ডিগোর ওই বিমান গুয়াহাটি থেকে দিল্লি যাচ্ছিল। ২৬ মার্চ সেই বিমানে ওঠেন এক মত্ত ব্যক্তি। বিমানের আসনের কাছেই তিনি বমি করেছেন বলে অভিযোগ। পরে বাথরুম যাওয়ার পথে বাথরুমের বাইরেই মত্ত ব্যক্তি পায়খানা করেন বলে অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক অস্বস্তিতে পড়েন ওই বিমান বাকি যাত্রীরা। তবে বিমানের এয়ারহোস্টেস দ্রুততার সঙ্গে বিমানের মধ্যে নোংরা পরিষ্কার করেন। সেই ঘটনার ছবি পোস্ট করেছেন ওই বিমানেরই এক যাত্রী।
মাঝ নদীতে নৌকায় আগুন, মৃত ৩১
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে একটি নৌকায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার ফিলিপিন্সের দক্ষিণাংশে একটি বড়সড় নৌকায় আগুন লাগে। এই আগুনের জেরে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছ। ২৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ফিলিপিন্সের মিনদানাও দ্বীপের জামবোয়াঙ্গা শহর থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপে যাচ্ছিল নৌকাটি। ‘দ্য লেডি মেরি জয় ৩’ নামের ওই নৌকায় আগুন লেগে যায়। আগুন লাগতেই অনেক যাত্রী নৌকা থেকে জলে ঝাঁপ দেন। আগুন দেখে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার কাজ শুরু করেন। খবর যায় ফিলিপিন্স কোস্ট গার্ডের কাছেও। তাঁরা এসে হাত লাগান উদ্ধার কাজে।
ধোনি-স্লোগানে মাতল আমেদাবাদ
আগামী কাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। আইপিএল-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলের প্রথম ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বুধবার আমেদাবাদে পৌঁছে গিয়েছে মাহির সিএসকে। আমেদাবাদ বিমানবন্দরে ধোনি ও চেন্নাই সুপার কিংসের বাকি সদস্যদের স্বাগত জানানোর জন্য ভিড় জমিয়েছিলেন সিএসকের অনুরাগীরা। ধোনি-জাডেজারা চিপক থেকে আমেদাবাদে পৌঁছনোর পর সারা বিমানবন্দরে মাহি ভক্তরা ‘ধোনি ধোনি’ রব তুলেছেন। প্রিয় থালাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাতে আমেদাবাদ বিমানবন্দরে ধোনির অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল।
বিরাটের দুই গ্রেটেস্ট ক্রিকেটার
যে খেলার যিনি কিংবদন্তি, তিনিও কাউকে না কাউকে দেখে বড় হয়েছেন। তাঁর আইডলের খেলা, পারফরম্যান্স, সাফল্য এতটাই মোহিত করেছে, মোটিভেট করেছে যে, তরুণ ক্রিকেটার নিজেকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। সাফল্য পেতে মরিয়া হয়েছেন। সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারাদের যেমন আইডল ছিল, তেমনই সুনীল গাভাসকর, অ্যালান বর্ডারদেরও আইডল ছিল। যাঁদের দেখে তাঁরা ক্রিকেট খেলতে এসেছিলেন। এই প্রজন্মের ক্রিকেটে সেরা প্লেয়ার বিরাট কোহলি। সেই বিরাটের আইডল কে? দু’জনকে বেছেছেন তিনি। এক জন ভারতীয়, অন্য জন ক্যারিবিয়ান ক্রিকেটার। প্রথম জনের নাম সচিন তেন্ডুলকর। অন্য জন ভিভিয়ান রিচার্ডস।
বেকসুর খালাস সলমন
একাধিক কেসে নাম জড়িয়েছে সলমন খানের, যার জেরে বহুবার তাঁকে আদালতের দরজায় দাঁড়াতে হয়। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা, হিট এন্ড রান কেস, কিংবা হুমকির অভিযোগ, বারে-বারে চর্চায় উঠে এসেছে তাঁর নাম। তেমনই এক মামলা দায়ের হয়েছিল সলমন খান ও তাঁর দেহরক্ষী নওয়াজ় শেখের নামে ২০১৯ সালে। এক সাংবাদিক অশোক পাণ্ডে সলমনের নামে এই অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন ভাউজান ও তাঁর দেহরক্ষী। এবার সেই অভিযোগ খারিজ করল বম্বের উচ্চ আদালত। বেকসুর খালাস হলেন ভাইজান। ২০২২ সালে, ৫ এপ্রিল এই মামলা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে স্থানান্তরিত হয়।