Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( মঙ্গলবার , এপ্রিল ১১ ,২০২৩ )

top 2
top 2

 

সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন

এ বার রাজভবনে পালিত হবে "বাংলার নববর্ষ" উৎসব। বাংলার নববর্ষ পালনের জন্য ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেই রাজভবন সূত্রে খবর। নববর্ষ পালন অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। ঐ দিন বাংলার সংস্কৃতিকে তুলে আনা হবে রাজভবনে। বাংলা ভাষার উপর আলোচনা হবে রাজভবন এ। পয়লা বৈশাখ বিকেলেই রাজভবনেই হবে এই অনুষ্ঠান। সম্প্রতি বাংলা ভাষা শেখার জন্য হাতে খড়ি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সরস্বতী পুজোর দিন। আর এ বার রাজভবনে "বাংলার নববর্ষ" পালিত হতে চলেছে। আমন্ত্রিত অতিথিদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে শুরু করছে রাজভবন বলেই সূত্রের খবর।


হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার

শহরতলিকে ফের ভুয়ো সিবিআই অফিসারের হদিশ। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে রাজারহাট এলাকার অস্থায়ী বাসিন্দা এক ব্যক্তিকে সাড়ে ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তি। ধৃতের নাম শুভজিৎ বারুই। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির থেকে ভুয়ো সিবিআই অফিসার হিসেবে এক জাল পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রসঙ্গত, রাজ্যে একাধিক ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্তকারী অফিসাররা। আর এরই সুযোগেই প্রতারকরা নিজেদেরে সিবিআই অফিসার পরিচয় দিয়ে লোক ঠকানোর কারবারে নেমে পড়েছে। 


রাজ্যে ফের কোভিডের মহড়া

সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও কোভিডের মহড়া হল মঙ্গলবার। রাজ্যের ৩১টি হাসপাতালে এই মহড়ার আয়োজন করেছে স্বাস্থ্য ভবন। কলকাতার মধ্যে এম আর বাঙ্গুর-শম্ভুনাথ পণ্ডিত-বেলেঘাটা আইডি হাসপাতালে এই মহড়া হয়‌। রাজ্যের প্রথম কোভিড হাসপাতালের সিসিইউ ইউনিটের যন্ত্রগুলি ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি, সুপার শিশির নস্কর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৫৯। হাসপাতালের সুপার শিশির নস্কর জানান, আপাতত ৪০টি সিসিইউ বেড রাখা হয়েছে। প্রয়োজনে তা ১০০ বেড পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন এম আর বাঙুরের সুপার।


ফ্যাসাদে পড়তে হল ফিরহাদকে?

কলকাতা পুরনিগমে নিয়োগ, মিড ডে মিল-সহ একাধিক দুর্নীতির অভিযোগ বিরোধীদের। এবার সেই তালিকায় নতুন সংযোজন পার্কিং। গাড়ি পার্কিংয়ের টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠছে কলকাতা পুরনিগমে। পুরকর্মীদের একাংশের অভিযোগ, টেন্ডার ছাড়াই শহরের ২৭০টি পার্কিং লট চলে বলে অভিযোগ। ৩২টি সমবায় এবং ২০টি এজেন্সি তার দায়িত্বে। সমবায় ও এজেন্সিগুলির অধিকাংশই শাসকদলের অনুগামীদের বলে অভিযোগ। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সেই ‘ঘুঘুর বাসা’ ভাঙতে গিয়ে ‘ফ্যাসাদে’ পড়তে হয়েছে মেয়র ফিরহাদ হাকিমকে। পার্কিং লট বন্টনের শেষ ‘ফিজিকাল টেন্ডার’ হয়েছিল ২০১৪ সালে। এরপর নতুন করে টেন্ডার হয়নি। 


সুপ্রিম কোর্টে ফের পিছিয় গেল ডিএ মামলা

অপেক্ষা করেও লাভ হল না। বরং বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল৷ কারণ এ দিন ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ডিএ মামলার শুনানির পরবর্তী দিন আগামী ২৪ এপ্রিল৷ ফলে আজ বকেয়া ডিএ নিয়ে শীর্ষ আদালত নির্দেশ দেবে বলে রাজ্য সরকারি কর্মচারীদের আশায় জল পড়ল৷ ঘটনাচক্রে গতকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ গোটা দেশের সামনে তুলে ধরতেই রাজধানীর বুকে আন্দোলন শুরু করেছে সরকারি কর্মচারীদের সংগঠন৷


প্রেগন্যান্ট ১৪ দিনের শিশু!

পৃথিবীতে রোজই নানা অদ্ভুত ঘটনা ঘটে৷ যা মানুষজনকে বিস্মিত করে দেয়৷ বিজ্ঞান এত উন্নত হয়ে গেলেও সেখানেও আজও বিস্ময়ের অবকাশ থেকেই যায়৷ এরকমই এক আজব ঘটনা ঘটে গেল  উত্তরপ্রদেশের বারাণসীতে৷ অপারেশন করে ১৪ দিন বয়সী এক শিশুর পেট থেকে ৩টি ভ্রূণ বের করেছেন বিএইচইউর চিকিৎসকরা। তিন ঘণ্টা জটিল অপারেশনের পর  এই সাফল্য পান সাত চিকিৎসকের দল। চিকিৎসকদের মতে, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩.৩ কেজি, কিন্তু অপারেশনের পর এখন তার ওজন কমে হয়েছে  ২. ৮ কেজি৷৫ লক্ষ শিশুর মধ্যে ১ টিতে এই সমস্যা দেখা দেয়৷



নয়া তালিবানি ফরমান আফগানিস্তানে

ক্ষমতা কায়েম করার পর থেকেই আফগানিস্তানে একের পর এক ফরমান জারি করে চলেছে তালিবান প্রশাসন। কখনও মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা। তো আবার কখনও কর্মক্ষেত্র থেকে মহিলাদের দূরে রাখার ফরমান। বা রাস্তায় বের হতে গেলে মহিলাদের সঙ্গে পুরুষ নিয়ে বের হওয়ার নির্দেশ। এইসব ফরমান মেনে চলতে এমনিতেই নাজেহাল অবস্থা আফগানিস্তানের নাগরিকদের। এর মধ্যেই আবার নয়া নির্দেশ তালিব প্রশাসনের। আফগানিস্তানের ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হেরাত প্রদেশে সবুজ জায়গা বা বাগান সমেত রেস্তোরাঁয় পরিবার ও মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করল তালিবান।


বিরাটকে আলিঙ্গন করলেন গম্ভীর!

আরসিবির ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের শেষ বলে জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন আবেশ খান, রবি বিষ্ণোইরা। সবাইকে অবাক করে দিয়েছে দলের মেন্টর গৌতম গম্ভীরের সেলিব্রেশন। ডাগ আউটে রীতিমতো চিৎকার করছিলেন তিনি। মাঠে নেমে এসে আরসিবির সমর্থকদের উদ্দেশ্য করে চুপ থাকার ইশারা করেন গম্ভীর। মাঠে কোহলির সঙ্গে হাত মেলানোর সময় চেহারায় বেপরোয়াভাব বজায় ছিল। গম্ভীরের সেলিব্রেশনের ভঙ্গি নিয়ে যখন চারিদিকে আলোচনা চলছে, ঠিক তখনই লখনউ সুপার জায়ান্টসের টুইটার পেজে দেখা গেল একেবারে বিপরীত ছবি। আরসিবির সমর্থকদের চুপ করিয়ে দলের প্রাণভোমরাকে আলিঙ্গন করছেন গম্ভীর। দু’জনকে দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায়।


প্রস্তুতি শুরু লিটনের

আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস একটা ম্যাচ জিতে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কেকেআর। গত মরসুম থেকেই নাইটদের মূল সমস্যা টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে ওপেনিং ব্যর্থতা। অবশেষে কলকাতায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের কিপার-ব্য়াটার লিটন দাস। তাঁকে রেখে কি সমস্যা মেটানো যাবে?  আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে পারেননি লিটন। সিসিএফসি-তে প্রস্তুতি শুরুর আগে ওয়ার্ম আপে লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন লিটন দাস। কেকেআর একাদশে অবশ্য সুযোগ পাওয়া চাপের। 


সিঙ্গল মাদারহুডের অভিজ্ঞতা

সম্প্রতি ইনস্টা দুনিয়ায় হাতেখড়ি হয়েছে বোল্ড রেট্রো কুইন জিনাত আমানের। নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে প্রায়শই ভাগ করে নিচ্ছেন নিজের পুরনো ছবি। একসময় তাঁর বোল্ড রূপের ছটায় ঘুম উড়ে যেত পুরুষদের। এখন কপালে বয়সের ভাঁজ। তবে ভাঁজ পড়েনি চিন্তাধারায়। তিনি এখনও স্বাধীনচেতা। এবার দুই ছেলে আজান ও জাহানের সঙ্গে ছবি দিয়ে মাতৃত্বের অনুভূতি নেটিজ়েনদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। সিঙ্গল মাদার হিসেবে কীভাবে দুই সন্তানকে মানুষ করেছেন, সেই অভিজ্ঞতাও উঠে এল তাঁর কথায়। শুধু তাই-ই নয়, নতুন মায়েদের দিলেন মাতৃত্বের টিপস।

You might also like!